চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের সিমেন্ট সংস্থা শিল্পের আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে বলে ইঙ্গিত একটি সাম্প্রতিক রিপোর্টে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফের নির্মাণ শিল্পের গতি বৃদ্ধি পাওয়ায় সিমেন্টের চাহিদা বাৎসরিক প্রায় ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে সংস্থাগুলির বিক্রি ও রাজস্ব বৃদ্ধিতে।
রিপোর্ট অনুযায়ী, সরকারি পরিকাঠামো প্রকল্প, আবাসন নির্মাণ এবং গ্রামাঞ্চলে উন্নয়নমূলক কাজের জোরে সিমেন্টের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। বর্ষা পরবর্তী সময়ে নির্মাণকাজে গতি ফেরায় বাজারের চাহিদা আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে সড়ক, সেতু এবং আবাসন প্রকল্পে সিমেন্টের ব্যবহার বৃদ্ধিই চাহিদা বৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
সিমেন্ট সংস্থাগুলির ক্ষেত্রে কাঁচামালের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় লাভের মার্জিন ধরে রাখা সহজ হচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পরিবহণ ব্যয় নিয়ন্ত্রণে থাকায় উৎপাদন খরচ খুব বেশি বাড়েনি। এর ফলে বিক্রির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের বৃদ্ধিও সম্ভব হচ্ছে।
Advertisement
বাজার বিশেষজ্ঞদের মতে, শহর ও গ্রামাঞ্চল— দুই ক্ষেত্রেই নির্মাণ চাহিদা বেড়েছে। আবাসন প্রকল্পে নতুন বুকিং, সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের ফলে সিমেন্ট শিল্পে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে এই ধারা বজায় থাকলে সারা অর্থবর্ষ জুড়েই সংস্থাগুলির আর্থিক অবস্থান মজবুত হতে পারে।
রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী মাসগুলিতে উৎসবের মরশুম এবং শীতকালীন সময়ে নির্মাণ শিল্পের ব্যস্ততা সিমেন্টের বিক্রি আরও বাড়াতে পারে। সব মিলিয়ে তৃতীয় ত্রৈমাসিকে সিমেন্ট শিল্পে আয় বৃদ্ধি ও চাহিদা বৃদ্ধির ফলে বাজারে যথেষ্ট আশার আলো দেখা যাচ্ছে।
Advertisement



