• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

রামমন্দির থেকে আদায় হয়েছে বিপুল জিএসটি

একদিকে পুণ্যার্থীর ঢল, অন্যদিকে পর্যটক সমাগম— দুই মিলে হোটেল ও পর্যটন ব্যবসায় বিপুল লাভের মুখ দেখা যাচ্ছে। ১০ মাসের হিসেবে ইতিমধ্যে ৪০০ কোটির জিএসটি আদায় হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ভিএইচপি নেতা চম্পত রাই।

অযোধ্যার রামমন্দির। ফাইল চিত্র

রামমন্দির ঘিরে অযোধ্যার অর্থনীতি যে ফুলেফেঁপে উঠবে, তা আগেই অনুমান করা হয়েছিল। এবার তার সত্যতা প্রমাণ করে আদায় হয়েছে বিপুল জিএসটি। বস্তুত অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর প্রথম ছয় মাসেই লক্ষ লক্ষ দর্শনার্থী অযোধ্যায় ভিড় জমিয়েছেন রামলালার পুজো দিতে।

পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশের মোট পর্যটকের এক তৃতীয়াংশই গেছেন অযোধ্যায়। গত অর্ধবৎসরে ১১ লক্ষ পুণ্যার্থী রামলালা দর্শন করেছেন। দেব দীপাবলির আকর্ষণেও বহু মানুষ যাবেন, এমনটাই মনে করা হচ্ছে। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবছর প্রথম দীপাবলিতে, বিশেষভাবে সাজানো হচ্ছে অযোধ্যাকে।

একদিকে পুণ্যার্থীর ঢল, অন্যদিকে পর্যটক সমাগম— দুই মিলে হোটেল ও পর্যটন ব্যবসায় বিপুল লাভের মুখ দেখা যাচ্ছে। ১০ মাসের হিসেবে ইতিমধ্যে ৪০০ কোটির জিএসটি আদায় হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ভিএইচপি নেতা চম্পত রাই। তীর্থযাত্রীদের জন্য তৈরি হচ্ছে আরও হোটেল, লজ, আবাসন। আর রামমন্দির-সহ সমস্ত নির্মাণেই পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করে, বিশ্বের সামনে একটি ভালো ভাবমূর্তি তৈরি করেছে অযোধ্যা।