• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সােশ্যাল মিডিয়ার ছবি নিয়ে যশ-নুসরত গুঞ্জন

গত বছর জুলাইয়ে এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা বাড়ে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের মধ্যে। এরপরের ঘটনাক্রম বেশ দ্রুত।

যশ-নুসরত (ছবি: SNS Web)

গত বছর জুলাইয়ে এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা বাড়ে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের মধ্যে। এরপরের ঘটনাক্রম বেশ দ্রুত। সােশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিজ্ঞাপন দেখা যায় মর্মার্থ গ্রাম ও শহরতলীতে বিনােদনের অনুষ্ঠান করবেন যশ এবং নুসরত একসঙ্গে।

কিছুদিন আগে যশ এবং নুসরত দু’জনেই ছিলেন রাজস্থানে। সােশ্যাল মিডিয়ায় কেউ তা গোপন করার চেষ্টা করেননি। মঙ্গলবার আবার এম একটি ছবি প্রকাশ্যে এসেছে যাতে ইঙ্গিত রয়েছে রাজস্থান যাওয়ার আগে দু’জনে দক্ষিণেশ্বর কালীমন্দিরে গিয়েছিলেন।

Advertisement

সােশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নুসরত গােলাপী শাড়িতে, হাতে শাখাপলা। এমনকী কপালে সিঁদুরও। সাংসদ অভিনেত্রীর এক পাশে রয়েছেন যশ আর অন্যপাশে মদন মিত্র।

Advertisement

সত্যিই কি কালীমন্দিরে গিয়েছিলেন নুসরত? অভিনেত্রীকে যােগাযােগ করলে জানা যায়, গত নভেম্বর মাসে তিনি দক্ষিণেশ্বর গিয়েছিলেন। এমনিতে টলিউডে যে সব তারকা দম্পতিদের নিয়ে কানাঘুষাে চলে তাদের মধ্যে রয়েছে নুসরত এবং নিখিল

Advertisement