• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সৃজিতের ‘বিনোদিনী’ হতে প্রস্তুতি শুরু শুভশ্রীর

টলিপাড়ায় রুক্মিণী-শুভশ্রীর বিনোদিনী নিয়ে বিতর্ক কম হয়নি। এবার বিতর্ক ভুলে সৃজিতের বিনোদিনী হওয়ার প্রস্তুতি শুরু করলেন শুভশ্রী।

বিনোদিনী ভার্সেস বিনোদিনী। টলিপাড়ায় রুক্মিণী-শুভশ্রীর বিনোদিনী নিয়ে বিতর্ক কম হয়নি। এবার বিতর্ক ভুলে সৃজিতের ‘বিনোদিনী’ হওয়ার প্রস্তুতি শুরু করলেন শুভশ্রী। পর্দার নটী হয়ে উঠতে কী করছেন রাজ ঘরনী? শুভশ্রীর ইনস্টাগ্রামের স্টোরিতে মিলল সেই খবরই। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, তাতে দেখা যাচ্ছে নটী বিনোদিনীর আত্মজীবনীর বইটি হাতে ধরা শুভশ্রীর। রাত জেগে যে পর্দার নটী হওয়ার প্রস্তুতি শুরু করেছেন শুভশ্রী, তা আর বলার অপেক্ষা রাখে না।

২০২৪ সালে রামকমল মুখোপাধ্যায় ‘বিনোদিনী একটি নারীর উপাখ্যান’ ছবিটি তৈরী করেন। তার কিছুদিন পরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কথা বলেন। সেই ছবিতে বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী। সেই নিয়ে জলঘোলা হয় বিস্তর। রুক্মিণী জানিয়েছিলেন, পরিচালক সৃজিত মুখার্জি তাঁকেই প্রথম এই ছবির জন্য কাস্ট করেছিলেন। পাল্টা শুভশ্রী জানিয়েছিলেন, রুক্মিণী তাঁর থেকে অনেক জুনিয়র। আর বিনোদিনী নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি নয়। এটি আরও বড় ছবি। যদিও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, প্রথম থেকেই শুভশ্রীকেই তিনি তাঁর ছবির বিনোদিনী হিসেবে মনোনিত করে রেখেছিলেন।

Advertisement

তবে সমস্ত বিতর্ক অতীত। এখন শুভশ্রীর লক্ষ্য পর্দায় বিনোদিনীকে সুন্দর করে ফুটিয়ে তোলা। সেই কারণেই বিনোদিনীর আত্মজীবনী পড়ে কালজয়ী নাট্যসম্রাজ্ঞীকে ধাতস্থ করার চেষ্টা করছেন শুভশ্রী।

Advertisement

Advertisement