বলিউডের জনপ্রিয় তিন খানের অন্যতম সলমন খানকে নিয়ে সাম্প্রতিক সময়ে তেমন কোনও বিতর্ক শােনা না গেলেও তিনি। যে গসিপের উচ্চ শিখরে থাকেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। সােশ্যাল মিডিয়ায় আরবাজ খানের জনপ্রিয় শাে ‘পিঞ্চ’ এ বলিউডের হার্টথ্রব অনিল কাপুর এসেছিলেন।
তাকে আরবাজ প্রশ্ন করেছিলেন, সলমন খান কবে বিয়ে করবেন সেটা কি অনিল জানেন। অনিল কাপুর, অ্যাফেয়ার্স সম্পর্কে আমার থেকে আরবাজ খান ভালাে জানে আরবাজ তার জবাবে বলেন , “ আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি’।
Advertisement
আরবাজ ঠিক কি বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। মানে সলমনের মেয়ে বন্ধুদের দীর্ঘ তালিকা নিয়ে খান পরিবার ক্লান্ত নাকি, সলমন কবে বিয়ে করবেন তা এখনও জানানােয় খান পরিবার ক্লান্ত তা স্পষ্ট করে বলেননি। অনিলও পাল্টা বলেন, “ও কোনও জবাব দেয় না। তাহলে আমি কি করে বলতে পারব।”
Advertisement
Advertisement



