• facebook
  • twitter
Sunday, 27 July, 2025

আতঙ্ক কাটছে না টলিপাড়ায়

এখনও কাটছে না ফেডারেশন ও নতুন পরিচালক গিল্ডের মধ্যে সমস্যা। গত এক বছর ধরে এই বিরোধ চলছে। বর্তমানে এই বিরোধ একটি অন্য মাত্রা নিয়েছে।

এখনও কাটছে না ফেডারেশন ও নতুন পরিচালক গিল্ডের মধ্যে সমস্যা। গত এক বছর ধরে এই বিরোধ চলছে। বর্তমানে এই বিরোধ একটি অন্য মাত্রা নিয়েছে। ৩০ এপ্রিল ফেডারেশন বিরুদ্ধে সুর চড়িয়ে একটি ১৫ মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেছিল নতুন পরিচালক গিল্ড। এই ভিডিওটিতে নতুন পরিচালক গিল্ডের সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, বিদুলা ভট্টাচার্য, কিংশুক দে–কে দেখা গিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পরই ১ মে ডিএইআই ((ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া) অর্থাৎ নতুন পরিচালক গিল্ডের সদস্যদের বাদ দিয়ে বৈঠক করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

এরপরই জানা যায়, ফেডারেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নুতন পরিচালক গিল্ডের সভাপতি ও সম্পাদককে। পাশাপাশি এ বার থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপে শুধুমাত্র স্বরূপ বিশ্বাস ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আগে এই গ্রুপে সমস্ত গ্রুপের সদস্যরাই নিজেদের মতামত জানাতে পারতেন। এ বিষয়ে স্বরূপ জানিয়েছেন, মুষ্টিমেয় কয়েকজন পরিচালক নিজেদের স্বার্থে ফেডারেশনকে ভাঙার প্রচেষ্টা করছেন। আদালতে মামলা করলেই হবে না, সমস্যা মেটাতে সদিচ্ছার প্রয়োজন রয়েছে।

৩০ তারিখের ভিডিওতে পরমব্রতরা জানিয়েছিলেন, কয়েকটি নিয়ম নিয়ে প্রশ্ন তোলায় ফেডারেশনের সঙ্গে তাঁদের বিরোধ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরেও সমস্যার সমাধান না হওয়ায় বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। ১৫ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে। অভিযোগ, যাঁরা মামলা করেছিলেন তাঁদের কাজে বাধা দেওয়া হচ্ছে। কলাকুশলীদের তাঁদের সেটে পাঠানো হচ্ছে না। এর ফলে কাজ আটকে যাচ্ছে। এতে পরিচালকদের পাশাপাশি ক্ষতি হচ্ছে কলাকুশলীদেরও। পাশাপাশি হাইকোর্ট মামলায় কী কী নির্দেশ দিয়েছে তা–ও স্পষ্ট করে দেন পরমব্রতরা।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর ১ মে ফেডারেশন একটি বৈঠক ডাকে। বৈঠকটি ডিএইআই–কে ছাড়াই করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য শুভম দাস, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ অনেকে। শুভম জানিয়েছেন, বৈঠকে একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন প্রত্যেক গিল্ডের সদস্যরা। পাশাপাশি কাজের দিক থেকে কেউ যাতে কোনও রকম সমস্যায় না পড়েন সেই দিকেও নজর রাখতে হবে বলে বার্তা দেওয়া হয়েছে। যদিও বৈঠক নিয়ে বেশি কিছু বলতে চাননি কেউ।

সূত্রের খবর, এই বৈঠকে নতুন পরিচালক গিল্ডের সদস্যরা ডাক পাননি। পাশাপাশি সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরিচালক গিল্ডের সভাপতি ও সম্পাদককে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন সভাপতি সুব্রত সেন।

এ বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, গোটা পরিচালক গিল্ডকে নিয়ে কোনও সমস্যা নেই। সমস্যা কয়েকজন ব্যক্তিকে নিয়ে। তাঁরা নিজেদের স্বার্থের জন্য ফেডারেশনকে ভাঙার প্রচেষ্টা করছেন। কলাকুশলীদের উপরে চাপ সৃষ্টি করছেন। বারংবার খেটে খাওয়া গরিব মানুষদের আইনের পথে নিয়ে যাচ্ছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করাচ্ছেন। সমস্যা মেটাতে সদিচ্ছার প্রয়োজন রয়েছে। মামলা করে যে এই সমস্যার সমাধান করা যাবে না সেই কথাও স্পষ্ট করে দেন তিনি।