• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

পরমব্রতর নতুন সিরিজ ‘ভোগ’

প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করছেন অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই সামনে এসেছে পরমব্রত নির্দেশিত হইচইয়ের জন্য নির্মিত সিরিজ ‘ভোগ’-এর ফার্স্ট লুক।

প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করছেন অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই সামনে এসেছে পরমব্রত নির্দেশিত হইচইয়ের জন্য নির্মিত সিরিজ ‘ভোগ’-এর ফার্স্ট লুক। ‘পর্ণশবরীর শাপ’, ‘নিকষ ছায়া’-র পর, পরমব্রতর এই সিরিজটি এখন আলোচনায় রয়েছে।
গল্পে উঠে এসেছে একজন একাকী মানুষের জীবন, যা ওলটপালট হয়ে যায় একটি পিতলের মূর্তি ঘরে আসার পর।

মূর্তিটির অশুভ প্রভাব, একধরনের উন্মাদনার শরিক করে মূল চরিত্রটিকে। পরমব্রতর ভাবনায় কীভাবে অভীক সরকারের লেখা জনপ্রিয় অডিও স্টোরিটি এসেছে, তা জানতে হলে দেখতে হবে ‘ভোগ’। আপাতত শ্যুটিং চলছে জোরকদমে, অনির্বাণ ও পার্নোকে নিয়ে। এই সাইকোলজিক্যাল থ্রিলারটি নিয়ে যথেষ্ট আশাবাদী নির্দেশক। দর্শকদের জন্য এটি তীব্র এবং স্পাইন চিলিং অভিজ্ঞতা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।