• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

কাশ্মীরের মাঠের গল্প

প্রতিকূল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কীভাবে কাশ্মীরের তরুণদের কাছে ফুটবল এক স্বপ্ন ও আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল, সেই গল্পই সিরিজের মূল বিষয়।

শুভম বোস

কাশ্মীরের নাম উঠলেই সাধারণত প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সংঘর্ষ, আর রাজনৈতিক টানাপড়েনের ছবিই ভেসে ওঠে। সেই চেনা ছবির বাইরে গিয়ে এক অন্য গল্প বলতেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে নতুন ওয়েব সিরিজ ‘রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাব’। চলতি মাসে মুক্তি পাওয়া এই সিরিজটি কাশ্মীরের প্রথম পেশাদার ফুটবল দলের বাস্তব যাত্রা থেকে অনুপ্রাণিত।

Advertisement

গল্পের কেন্দ্রে রয়েছেন দু’জন ভিন্ন পটভূমির মানুষ— একজন সাংবাদিক ও একজন উদ্যোক্তা। তাঁদের হাত ধরেই জন্ম নেয় এই ফুটবল ক্লাব।

Advertisement

সিরিজটি পরিচালনা করেছেন তরুণ বাঙালি পরিচালক সায়ন ঘোষ। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন অরিত্র সেন, যিনি পেশাগত ক্ষেত্রের বাইরে গিয়ে কাশ্মীরের তরুণদের স্বপ্নের সঙ্গে জড়িয়ে পড়েন। উদ্যোক্তার ভূমিকায় রয়েছেন রোহন ভাট, যে চরিত্রটি বিশ্বাস করে, খেলার মাঠই পারে বিভাজনের দেওয়াল সরিয়ে ভাঙা মনকে জোড়া দিতে। পাশাপাশি কাশ্মীরি যুবকদের ভূমিকায় স্থানীয় শিল্পীদের উপস্থিতি সিরিজটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে।

২০১৬ সালে গঠিত রিয়াল কাশ্মীর এফসি অল্প সময়ের মধ্যেই দেশের ফুটবল মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছিল। প্রতিকূল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কীভাবে কাশ্মীরের তরুণদের কাছে ফুটবল এক স্বপ্ন ও আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল, সেই গল্পই সিরিজের মূল বিষয়।

এই সিরিজে ফুটবল শুধুমাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। মাঠের বাইরের বাস্তব, ভয়, অনিশ্চয়তা, আর স্থানীয় যুবসমাজের হতাশা— সব কিছুর মাঝেই ফুটবল হয়ে উঠেছে একতার ভাষা।

পাহাড়ঘেরা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাধারণ মানুষের জীবনসংগ্রামকে সংবেদনশীলভাবে তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। রাজনৈতিক স্লোগানের বদলে মানবিক গল্প বলাই এর প্রধান বিষয়।

সিরিজে দেখানো হয়েছে, কাশ্মীরকে দেশের অনেক জায়গায় এখনও ভয় আর সন্দেহের চোখে দেখা হয়। সেই ভুল ধারণা ভাঙতেই ফুটবলের মাঠে নিজেদের যোগ্যতা আর পরিচয় প্রমাণ করে কাশ্মীরের যুবকরা।
‘রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাব’ দেখিয়েছে, খেলাধুলা কীভাবে ভেঙে দিতে পারে ভয় আর বিভাজনের দেয়াল, জন্ম দিতে পারে নতুন ভরসার। কাশ্মীরকে এক অন্য দৃষ্টিতে দেখতে চাইলে এই সিরিজ নিঃসন্দেহে দেখার মতো।

Advertisement