সুরের আকাশে ভালোবাসার রাজধানী

Written by SNS August 22, 2022 10:32 pm

ভালোবাসার রাজধানী’ । বাংলা সুর এবার বাংলা জুড়ে । আধুনিক বাংলা গান। সহজ কথায় মনের কথা বলা। ভালোবাসার রাজধানী- জয়া নাগের নতুন গান।
পুরুলিয়ার মেয়ে। তবে শুধু গানকে আশ্রয় করেই কলকাতায় আসা। গান নিয়েই পড়াশোনা। তবে শুধুমাত্র এর এতেই আটকে থাকা নয়। চেনা দরজা, আগামীর গান, প্রেম জনপ্রিয়তা পেয়েছে তাঁর কণ্ঠে। এবার এলো ভালোবাসার রাজধানী। Inreco Entertainment ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়া জয়া নাগের এই নতুন গানের ভিডিয়ো সমাদৃত নেট-শ্রোতাদের কাছে। শিল্পীর নিজের ভাবনার বিন্যাস ঘটিয়েছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি। তাঁর কথায় ও সুরে গেয়েছেন জয়া নাগ। এর আগে রবীন্দ্রসংগীত এবং লোকগানে পরিচিতি পেয়েছেন উদীয়মান শিল্পী। পেয়েছেন পুরস্কারও। তবে এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” টাকা দিয়ে পুরস্কার কেনা নয়, শিল্পী ও শিল্পের উৎকর্ষতার নিরিখেই আসুক পুরস্কার। আগামীতে আরও নতুন ধারার গান শ্রোতাদের জন্য আনতে চান জয়া। ” ভালোবাসার রাজধানী, এক আদ্যন্ত রোমান্টিক গান। চাওয়া-পাওয়া আর প্রেম-বিরহের আবর্তে গড়ে ওঠা এই গান ইতিমধ্যেই ছুঁয়েছে শ্রোতাদের মন। বলা যায়, বাংলা আধুনিক গানে এক ঝলক টাটকা বাতাস নিয়ে, সুরের আকাশে ভালোবাসার রাজধানী।