• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

বীর পাহাড়িয়া কি বিরাটের বায়োপিকে?

অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন বীর পাহাড়িয়া। প্রথম ছবিতেই নজর কেড়েছেন অভিনেতা।

অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন বীর পাহাড়িয়া। প্রথম ছবিতেই নজর কেড়েছেন অভিনেতা। এবার তাঁকে নিয়ে জোর জল্পনা, বিরাট কোহলির বায়োপিকে নাকি মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। খবরটা কি সত্যি?

অভিনেতা বলেছেন, সেটা হলে দারুণ এক্সাইটিং ব্যাপার হবে তাঁর জন্য। তাঁকে নির্দেশক যোগ্য মনে করলে তিনি কঠিন পরিশ্রম করতেও প্রস্তুত। বীর পাহাড়িয়া কিন্তু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। বিরাট কোহলির বায়োপিক বানানো প্রসঙ্গে ২০২৪ সালে কবীর খান জানিয়েছিলেন যে, একটা ছবি খালি ক্রিকেটের উপর বানানো যায় না। বরং সেটা গোটা একটা চরিত্রের উপর বানানো হয়, আর এক্ষেত্রে বিরাটের চরিত্রটা দারুণ ইন্টারেস্টিং। উনি যেভাবে ভাবেন বা ফিটনেস মেনে চলেন, বা তাঁর সাফল্যের সিক্রেট- সেটা দর্শকদের জন্য বেশ কৌতুহলের বিষয়। কবীর, বিরাট কোহলিকেই বেছেছেন তাঁর বায়োপিকের বিষয় হিসেবে।

Advertisement

Advertisement

Advertisement