• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী

‘বিক্রম’ হয়ে উঠতে ওজন কমিয়ে রীতিমতো গ্রুমিং করে নিজেকে প্রস্তুত করতে হয়েছে শিবপ্রসাদকে।

‘টেক্কা’-র সঙ্গে পাল্লা দিতে বাজারে হাজির আরও একটি রোমহর্ষক অপরাধের কাহিনি ‘বহুরূপী’। গত বছর পুজোয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দর্শকদের বশ করেছিলেন ‘রক্তবীজ’ ছবির মাধ্যমে। এবারে বিক্রম নামের একজন বহুরূপীর ভেক ধরে, খোদ শিবপ্রসাদকে দেখা যাবে ব্যাংক ডাকাতের চরিত্রে। তাঁকে ধরতেই নাজেহাল তদন্তকারী পুলিশ অফিসার আবির চট্টোপাধ্যায় ওরফে সুমন্ত ঘোষাল।

এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়কে৷ বিশেষ চমক আনতে নির্দেশক যথাযথ ভাবে শিমূল-পলাশ নামের একটি গানে কাজে লাগিয়েছেন রিয়েল লাইফ বহুরূপী ননিচোরা দাস বাউলকে।

Advertisement

বস্তুত ছবিটি ব্যাংক ডাকাতির সত্য ঘটনাকে ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু এর মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রায়-বিলুপ্ত বহুরূপীদের জীবনচর্যার এক খণ্ড। এই ছবির সঙ্গে জুড়ে আছে ১২ বছরের প্রি-প্রোডাকশন এবং ৩৪ দিনের শুটিং। অক্লান্ত পরিশ্রমে নির্মিত আবেগময় একটি ছবি হয়ে ওঠার দাবি রাখতে পারে ‘বহুরূপী’৷

Advertisement

‘বিক্রম’ হয়ে উঠতে ওজন কমিয়ে রীতিমতো গ্রুমিং করে নিজেকে প্রস্তুত করতে হয়েছে শিবপ্রসাদকে। সত্য ঘটনা আধারিত ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতুহলও তাই কম নয়।

Advertisement