• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শাহরুখ-পুত্র আরিয়ানের ডেবিউ: ‘দ্য ব্যাডস অফ বলিউড’

সিরিজটিতে অভিনয় করেছেন সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল ও অনন্যা সিং-সহ একাধিক শিল্পী। গল্পটি লিখেছেন আরিয়ান খান নিজে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বলিউডে নতুন অধ্যায়ের সূচনা। কিং খান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবার পরিচালনার আসনে। তাঁর ডেবিউ ওয়েব সিরিজ “দ্য ব্যাডস অফ বলিউড” আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।
সম্প্রতি প্রকাশিত টিজারে মিলেছে নতুনত্বের ছাপ। প্রচলিত বলিউডি রোমান্সের ছক ভেঙে ভিন্ন ভঙ্গিতে বলিউডকে উপস্থাপন করেছেন আরিয়ান। সমালোচক ও দর্শকের মতে, বাবার মতোই তাঁর মধ্যেও রয়েছে স্বতন্ত্র রসবোধ ও কৌতুক মিশ্রিত দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করছে এখন জওয়ানের সেই ডায়লগ ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত করনা পরেগা’। শাহরুখ আরিয়ানে ছবি দিয়ে এরকম অজস্র রিল সমাজ মাধ্যমে ভরে গিয়েছে।

বুধবার মুম্বইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হাজির ছিল খান পরিবার। গৌরীর ফ্যাশনেবল উপস্থিতি যেমন আলো কেড়েছে, তেমনি শাহরুখের আবেগী মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। অনুষ্ঠানে আরিয়ান হাস্যরস ও ব্যক্তিগত অভিজ্ঞতার ছোঁয়ায় বক্তব্য রেখে ভক্তদের মন জয় করেছেন। যদিও কিছু সমালোচনা উঠেছে, তবে অধিকাংশই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। সিরিজটিতে অভিনয় করেছেন সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল ও অনন্যা সিং-সহ একাধিক শিল্পী। গল্পটি লিখেছেন আরিয়ান খান নিজে। সহ-লেখক হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। আরিয়ানের দাবি, গ্ল্যামার, অন্ধকার, প্রেম ও কৌতুক— সবকিছুর মিশ্রণে বলিউডের অজানা দিক ফুটে উঠবে এই কাজে। সব মিলিয়ে, শাহরুখ-পুত্রের এই প্রথম প্রয়াসকে ঘিরে দর্শক-অপেক্ষা এখন তুঙ্গে।

Advertisement

Advertisement

Advertisement