• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দর্শকদের বিনোদন দেওয়াই রাজকুমার এর কাছে উপহার

অভিনয় জগতের কোন গডফাদার ছাড়াই তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা।

রাজকুমার রাও (ছবি- IANS)

বলি পাড়ার প্রথম সারির অভিনেতাদের সঙ্গে টক্কর দিয়ে চলেছেন অভিনেতা রাজকুমার রাও। রোগা পাতলা চেহারার এই অভিনেতা অভিনয় দক্ষতা দেখিয়ে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। অভিনয় জগতের কোন গডফাদার ছাড়াই তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা। রাজকুমার রাও জাতীয় পুরস্কার প্রাপক অভিনেতা, অভিনয় জাদুতে মুগ্ধ করে রেখেছেন নিজের ফ্যানদের।

বড় পুরস্কার বলতে রাজকুমার রাও মনে করেন, দর্শকদের বিনোদন দেওয়া। তাঁর কথায়, ছবির জন্য পুরস্কার পাওয়া একটা বিশেষ অনুভূতি। কিন্তু তার থেকেও বড় পুরস্কার হল অভিনেতা হিসেবে দর্শকদের বিনোদন দেওয়া।’বরেলি কি বরফি’, ‘স্ত্রী’, ‘এক লড়কি কো দেখা তো অ্যাসা লাগা’, ‘নিউটন’ এর মত ছবিগুলি রাজকুমার কে প্রথম সারির অভিনেতাদের তালিকায় তুলে এনেছে। অভিনেতা জানিয়েছেন,’গত বছর আমি যে ছবিগুলো করেছি তা আমাকে এক আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে।এমন সুযোগ এনে দিয়েছে যা আমি বড় পর্দায় ফুটিয়ে তুলেছি। ঠিক একইভাবে এই বছরেও তার ব্যতিক্রম হবে না। সত্যিই খুব ভাগ্যবান সেই ছবি গুলিতে অভিনয় করতে পেরে।’

Advertisement

দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে রাজকুমার রাও জানিয়েছেন,’দর্শকদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে তারা আমাকে সব সময় সমর্থন করে চলেছেন।আমার জীবনের সব থেকে বড় পুরস্কার হলো তাদের ভালোবাসা ও বিনোদন দেওয়া।’

Advertisement

এই সময়ে রাজ কুমার রাও এর হাতে রয়েছে ‘মেড ইন চায়না’,’মেন্টাল হে ক্যায়া’, ‘ইমলি’র  মত কিছু ছবি। পরিচালক অনুরাগ বসুর ছবিতেও তাঁকে  অভিনয় করতে দেখা যাবে, তবে ছবির নাম জানা যায়নি।

Advertisement