• facebook
  • twitter
Monday, 15 December, 2025

দুটি ডােজ নিয়েও করােনা পজিটিভ

দুটি টিকা নিয়েও করােনা থেকে রেহাই পেলেন না চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী। রবিবার তিনি কোভিড পজিটিভ হন। মঙ্গলবার সকালে অসুস্থতা বাড়ায়।

চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী (Photo:Twitter@HN_chakraborty)

দুটি টিকা নিয়েও করােনা থেকে রেহাই পেলেন না চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী। রবিবার তিনি কোভিড পজিটিভ হন। মঙ্গলবার সকালে অসুস্থতা বাড়ায়। তাঁকে ভর্তি হতে হয় বেসরকারি হাসপাতালে। প্রবল জ্বরের পাশাপাশি অসহ্য মাথাব্যাথা এই ছিল তাঁর উপসর্গ। গন্ধহীন হলেও স্বাদহীন হয়ে পড়েননি তিনি।

উল্লেখ্য, এপ্রিল মাসের শেষের দিকে আরেক পরিচালক প্রভাত রায় ও সুজিত গুহর সঙ্গে করােনা দ্বিতীয় ডােজ নিয়েছিলেন হরনাথ। শরীরে অক্সিজেনের মাত্রা এখনও ঠিক রয়েছে হরনাথের।

Advertisement

Advertisement

Advertisement