কলকাতা, ৩১ জানুয়ারি– অভিনব ভাবনার এক অডিও সিরিজ, যেখানে ভবিষ্যত ও বর্তমান মুখোমুখি হয়ে কথোপকথন করবে। সিরিজের নাম ২০৬৩ থেকে এসেছি। পরিচালক উৎসব মুখোপাধ্যায় এই অডিও সিরিজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন ৪০ বছর পরের এক মানবসত্বাকে, যিনি বর্তমান সময়ে এসে উপস্থিত। যদি তা হয় তাহলে কি ঘটতে পারে।
Advertisement
Advertisement



