ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪ খেতাব জিতলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। ১৬ অক্টোবর রাতে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হয় মুম্বইয়ের ওরলিতে। ভারতের সবচেয়ে আইকনিক সৌন্দর্য প্রতিযোগিতার এটি ৬০-তম বর্ষ। ১৮ বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন নিকিতা। টেলিভিশন অ্যাঙ্কর হিসেবে কেরিয়ার শুরু করেন নিকিতা।
ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ নন্দিনী গুপ্তা নিকিতার মাথায় মুকুট পরিয়ে দেন। অভিনেত্রী নেহা ধুপিয়া মিস ইন্ডিয়া স্যাশ তুলে দেন। অভিনেত্রী সঙ্গীতা বিজলানি এই অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি র্যাম্প ওয়াকও করেছেন। রেড কার্পেটে দেখা মিলেছিল নেহা ধুপিয়া এবং রাঘব জুয়ালের মতো আরও অনেক সেলিব্রেটির। রেখা পাণ্ডে এই ইভেন্টে রানার আপ হয়েছেন।
Advertisement
৩০টি রাজ্যের বিজয়ীরা ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এ অংশগ্রহণ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন নিকিতা। নাটক লিখতেই ভালোবাসেন তিনি। নিকিতার লেখা নাটকটিতে ২৫০ পৃষ্ঠার কৃষ্ণলীলার রয়েছে। সঞ্চালনার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন নিকিতা। তাঁর পরবর্তী সিনেমা ‘চাম্বল পার’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছে। এই সিনেমার ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়েছে।
Advertisement
নিকিতা পোরওয়াল সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা মাত্র ৫ হাজার। ফেমিনা মিস ইন্ডিয়া অরুণাচল প্রদেশ ২০২৪, টাইমস মিস বিউটি উইথ এ পারপাস খেতাবে ভূষিত হয়েছেন তাদু লুনিয়। এছাড়া ফেমিনা মিস ইন্ডিয়া মেঘালয় ২০২৪, টাইমস মিস মাল্টিমিডিয়া পুরস্কারে ভূষিত হয়েছেন অ্যাঞ্জেলিয়া মারভিন।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর ফাইনালের আসর বসেছিল। সেই প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে সেরার মুকুট জিতে নেন বছর গুজরাতের রিয়া সিং। বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছিলেন ঊর্বশী।
Advertisement



