• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

‘দুগ্গামণি ও বাঘমামা’

নয়া ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘ মামা' শুরু হয়েছে জি বাংলায়। বিশ্বাস এবং ঐশ্বরিক সংযোগের এই গল্প, প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯.৩০টায় দেখা যাচ্ছে।

নয়া ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’ শুরু হয়েছে জি বাংলায়। বিশ্বাস এবং ঐশ্বরিক সংযোগের এই গল্প, প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯.৩০টায় দেখা যাচ্ছে। গ্রাম বাংলার সজীব প্রাকৃতিক দৃশ্যের প্রেক্ষাপটে, দুগ্গামণি নামক এক কিশোরীর অসাধারণ গল্প এটি। সে অনাথ কিন্তু মহালয়ার দিন তার ভাগ্য এক রহস্যময় মোড় নেয়।

শিশু-শিল্পী রাধিকা কর্মকারের অভিনয়ে ‘দুগ্গামণি’ রীতিমতো প্রাণবন্ত হয়ে ওঠে। সে কোনও সাধারণ শিশু নয়। তার চারপাশের মানুষের চিন্তাভাবনা পড়ার ক্ষমতা তার মধ্যে প্রকট হয়। ঐশ্বরিক শক্তি প্রদত্ত, মন পড়ার তার অসাধারণ ক্ষমতা- তার ভাগ্য এবং তার চারপাশের মানুষদের জীবনকে পরিবর্তন করে। ধারাবাহিকে অভিনেত্রী মানালি দে-কে ‘গায়ত্রী’-র চরিত্রে দেখা যাবে। গায়ত্রী একটি অভিজাত পরিবারের অংশ হওয়া সত্ত্বেও, সন্তান হারানোর কারণে অবসাদগ্রস্ত। দুগ্গামণির সঙ্গে গায়ত্রীর এমন একটি বন্ধন তৈরি হয়, যা ব্যাখ্যার ঊর্ধ্বে। রাজকীয় বোনেদি বাড়ির বৈভব এবং দক্ষ মূর্তি শিল্পীদের বাসভূমি বর্ধমানের শৈল্পিক গ্রামের পটভূমিকায় ধারাবাহিকটি এগিয়ে যাবে।

Advertisement

Advertisement

Advertisement