• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

‘কাকাবাবু’র নতুন ছবি

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবাবুর ভূমিকায়

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন কাকাবাবু রূপে। নির্দেশনায় চন্দ্রাশীষ রায়। এসভিএফ এবং এন আইডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনের কোল্যাব প্রজেক্ট হিসেবে তৈরি হতে যাচ্ছে ‘বিজয়নগরের হিরে’। সদ্য মহরত হল এই কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি ছবির।

ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং অপ্রত্যাশিত টুইস্ট সম্বলিত কাকাবাবুর অ্যাডভেঞ্চার, শুধু কিশোর মনকে নয়- আকর্ষণ করে সব বয়সি দর্শকদের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবাবুর ভূমিকায় এর আগেও দর্শকদের মন জয় করেছেন। তাঁর ক্যারিশমা আবার ফিরছে এই ছবিতে। ‘বিজয়নগরের হিরে’-র লক্ষ্য অ্যাডভেঞ্চার গল্প বলার মাধ্যমে, দর্শকদের পুনরায় আকৃষ্ট করা।