• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নতুন মিউজিক ভিডিও “তোকে ছাড়া” লঞ্চ হল ইউটিউব চ্যানেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি জে ডি প্রোডাকশন প্রযোজিত নতুন মিউজিক ভিডিও “তোকে ছাড়া” লঞ্চ হল বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। অভিনয়ে রয়েছেন অভিষেক রঞ্জন ও এনসি মল্লিক। এই মিউজিক ভিডিও-তে একটি ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স রয়েছে। গানের কথা এবং ফ্ল্যাশব্যাক ভিজ্যুয়ালগুলি প্রধান জুটির প্রেমকে রিপ্লে করে। এখানে দেখা যাবে, নায়কের অতীতের কোনও এক ঘটনা স্বপ্নে ধরা দিয়েছে। তার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি জে ডি প্রোডাকশন প্রযোজিত নতুন মিউজিক ভিডিও “তোকে ছাড়া” লঞ্চ হল বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। অভিনয়ে রয়েছেন অভিষেক রঞ্জন ও এনসি মল্লিক। এই মিউজিক ভিডিও-তে একটি ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স রয়েছে। গানের কথা এবং ফ্ল্যাশব্যাক ভিজ্যুয়ালগুলি প্রধান জুটির প্রেমকে রিপ্লে করে।

এখানে দেখা যাবে, নায়কের অতীতের কোনও এক ঘটনা স্বপ্নে ধরা দিয়েছে। তার সাথে একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। তবে মেয়েটির প্রতি অধিকারবোধের জন্ম হয় নায়কের। তাদের ভালবাসায় আসে বিচ্ছেদ। কী কারণে এই বিচ্ছেদ, সেই সিকোয়েন্স নিয়েই মূলত এই মিউজিক ভিডিও। পরিচালনায় অভি বন্দ্যোপাধ্যায়। এই গানটি গেয়েছেন রনি ও গুপিকা গোস্বামী। গানের কথা লিখেছেন জুয়েল মল্লিক।

Advertisement

এদিন কলাকুশলীসহ পরিচালক ও প্রযোজকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল “তোকে ছাড়া” মিউজিক ভিডিও। বলা বাহুল্য, বাংলাদেশে সদ্য রেকর্ড হওয়া এই গানটি ওপার বাংলার সীমান্ত ছাড়িয়ে এপার বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী সকলে।

Advertisement

Advertisement