লকডাউন শুরু হওয়ার আগেই ‘জোগিরা সারা রা রা’ ছবির শুটি স্পট থেকে সােজা বুধানায় নিজের গ্রামে পৌছে গিয়েছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
তার এবারের লকডাউনের কর্মসূচী খানিকটা ভিন্ন– গ্রামে পৌছেই সপ্তাহান্তে গ্রামে ৩৫ টি চারা গাছ লাগিয়ে ফেলেছেন।
Advertisement
সবুজ শহর গড়ে তােলার লক্ষ্যে আগামি কয়েক মাসের মধ্যে আরও ৫০০০ হাজার চারা গাছ লাগাবেন বলেও জানিয়েছে।
Advertisement
বলি অভিনেতা জানান, আমি কৃষক ঘরের সন্তান। শিকড়ের খুব কাছে। ফিরতে পেরে দারুণ লাগছে। আগের বছর লকডাউনেও গ্রামে ফিরেছিলাম। অনেক চাষবাস করেছি।
এই মুহূর্তে টিনসেল টাউন থেকে বহুদূরে নিজের গ্রামে- এককথায় দারুণ লাগছে। এবারে গাছ লাগানাের কর্মসূচী নিয়েছি। গ্রামবাসীদেরকেও এই কর্মসূচীতে অংশ নিয়ে গাছ লাগানাের অনুরােধ করছি।
আগামি কয়েক মাসের মধ্যে ফের মুম্বই ফেরার কোনও পরিকল্পনা বা ইচ্ছা নেই। লকডাউনে বলিউডে সমস্ত ছবির শুটিং আপাতত বন্ধ।
Advertisement



