• facebook
  • twitter
Friday, 21 March, 2025

‘নাদানিয়া’-র প্রোমো প্রকাশ

খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খানের ছবি ‘নাদানিয়া’র জন্য নেটফ্লিক্স একটি নতুন প্রোমো প্রকাশ করেছে। ছবির মুক্তির তারিখও প্রকাশ করেছে সংস্থা।

খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খানের ছবি ‘নাদানিয়া’র জন্য নেটফ্লিক্স একটি নতুন প্রোমো প্রকাশ করেছে। ছবির মুক্তির তারিখও প্রকাশ করেছে সংস্থা। ৭ মার্চ থেকে দেখা যাবে নেটফ্লিক্সে। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। করণের ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ,স্মৃতি ফিরিয়ে আনল প্রোমোটি। শাহরুখ খান, কাজল এবং রানি মুখার্জি অভিনীত ১৯৯৮ সালের হিট ছবিটির সেই ক্লাসরুমের দৃশ্য! অর্চনা পুরান সিং অভিনীত মিস ব্রাগাঞ্জা প্রায় ২৭ বছর পর শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট-এর আরেকটি ক্লাস নিতে ফিরে আসেন ‘নাদানিয়া’র সূত্রে।

এই প্রথম নয় যে করণের ছবিতে এমন দেজাভু প্রয়োগ করা হয়েছে। তাঁর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে ‘কভি খুশি কভি গম’-এর উল্লেখ ছিল, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ তিনি শাহরুখ-কাজলের বৃষ্টির দৃশ্য পুনরায় তৈরি করেছিলেন। তাঁর ‘লাস্ট স্টোরিজ’-এ, কিয়ারা আডবাণীর চরিত্রের ক্লাইম্যাক্স-এ ‘কভি খুশি কভি গম’-এর শিরোনামের ট্র্যাক চলেছে।