• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

মুফাসা: দ্য লায়ন কিংয়ের তেলুগু ভারশনে মুফাসার কণ্ঠে মহেশ বাবুর আওয়াজ, মুক্তি পেল ট্রেলার

সোমবার ২৬ আগস্ট এই ছবির তেলুগু ভারশনের ট্রেলার মুক্তি পেল

মুফাসা– দ্য লায়ন কিংয়ের তেলুগু ভারশনে মুফাসার কণ্ঠে শোনা গেল সুপারস্টার মহেশ বাবুর আওয়াজ। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। ২০২৪ সালের ২০ ডিসেম্বর ছবিটি ইংলিশ, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ভারতে মুক্তি পেতে চলেছে। সোমবার ২৬ আগস্ট এই ছবির তেলুগু ভারশনের ট্রেলার মুক্তি পেল। এই ট্রেলারে মহেশ বাবুর আওয়াজ শোনা যাচ্ছে।

মহেশ বাবুর পাশাপাশি এই ছবিতে আওয়াজ দিয়েছেন ব্রক্ষ্মানন্দম এবং আলি। পুম্বার কণ্ঠে ব্রক্ষ্মানন্দমের আওয়াজ শোনা যাচ্ছে। এবং টিমনের কণ্ঠে শোনা যাচ্ছে আলির আওয়াজ। সোমবার এই ছবি ট্রেলার মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত অনুগামীরা।

Advertisement

২০১৯ সালের লাইভ–অ্যাকশন দ্য লায়ন কিংয়ের সাফল্যের পর ২০২৪–এ মুফাসা : দ্য লায়ন কিং মুক্তি পেতে চলেছে। এবিষয়ে মহেশ বাবু জানান, আমি সব সময় ডিজনির ব্লকবাস্টার প্রজেক্ট এবং গল্প বলার ধরনের প্রশংসা করে এসেছি। মুফাসা চরিত্রটা আমার খুবই কাছের। এটা শুধুমাত্র কোনও বাবার চরিত্র নয়, যে তাঁর ছেলেকে পথ দেখাচ্ছেন। সে জঙ্গলের রাজা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যার কাজ তাঁর পরিবারকে রক্ষা করা। আমার কাছে পরিবারই আমার সবকিছু । তাই ডিজনির এই প্রজেক্টটি আমার কাছে খুব স্পেশাল।

Advertisement

Advertisement