• facebook
  • twitter
Friday, 21 March, 2025

নেটফ্লিক্সে আসছে ‘খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার’

কলকাতার পটভূমিতে ঘটনাকে সাজিয়েছেন পরিচালক তুষার কান্তি রায় এবং দেবাত্মা মন্ডল। কলকাতা জুড়ে শ্যুটিং হয়েছে সিরিজটির।

প্রতিনিধিত্বমূলক চিত্র

নেটফ্লিক্স সম্প্রতি কলকাতায় ‘খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলার উন্মোচন করল। ‘খাকি’ ফ্র্যাঞ্চাইজির এই সর্বশেষ কিস্তিটি রাজনীতি, গ্যাং- ওয়ার এবং পুলিশের সঙ্গে সংঘাতের একটি গল্প। ২০ মার্চ প্রিমিয়ার হতে চলেছে এই অ্যাকশন-ড্রামা সিরিজের। ফ্রাইডে স্টোরিটেলার প্রযোজিত ও শো রানার নীরজ পান্ডে নির্মিত সিরিজটির জন্য অপেক্ষায় আছেন দর্শক।

অ্যাকশন ও থ্রিলার- দুইয়েরই ভক্ত বাঙালি। ‘খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার’ দর্শকদের এবার এমন এক জগতে নিয়ে যাবে, যেখানে একজন সাহসী পুলিশ অফিসার, ক্ষমতায় থাকা অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রস্তুত। ২০০০ সালের গোড়ার দিকে, যখন গ্যাংস্টার এবং রাজনীতিবিদরা অপ্রতিরোধ্য হয়ে ওঠেন- তখন আইপিএস অর্জুন মৈত্র পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আবির্ভূত হন। নির্ভীক ও লক্ষ্যে অটল, এই সৎ অফিসার রাজনৈতিক চক্রান্ত, গ্যাং ওয়ারফেয়ার এবং বিশ্বাসঘাতকদের চিনে নিয়ে ন্যায়বিচারের পথ তৈরি করতে বদ্ধপরিকর হন। তিনি কি চ্যালেঞ্জ জয় করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সফল হবেন?

কলকাতার পটভূমিতে ঘটনাকে সাজিয়েছেন পরিচালক তুষার কান্তি রায় এবং দেবাত্মা মন্ডল। কলকাতা জুড়ে শ্যুটিং হয়েছে সিরিজটির। রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যে ভরা ট্রেলার, দর্শকদের কাছে ইতিমধ্যেই আকর্ষণীয় হয়ে উঠেছে। অভিনয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ মদনানি, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়-সহ, বাংলার শিল্পীরা। তাঁদের সঙ্গে ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, চিত্রাঙ্গদা সিং, পূজা চোপড়া, আকাঙ্ক্ষা সিং, মিমোহ চক্রবর্তী এবং শ্রদ্ধা দাসও যোগ দিয়েছেন।