আদালতে জুহি চাওলা

দেশে ৫ জি পরিষেবা বন্ধ করার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন জুহি চাওলা।৫ জি চালু হলে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ছড়াবে,তার প্রভাব ফেলবে জনজাতির উপর।

Written by SNS Mumbai | June 2, 2021 10:49 pm

জুহি চাওলা (Photo: IANS)

দেশে ৫ জি পরিষেবা কার্যকর বন্ধ করার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন জুহি চাওলা। তার দাবি, ৫ জি পরিষেবা চালু হলে যে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ছড়াবে, তার প্রভাব ফেলবে জনজাতির উপর।

এই অভিনেত্রীর আরও দাবি, ৫ জি’তে যে রেডিয়েশন ছড়াবে, তা বর্তমান রেডিয়েশন থেকে ১০ থেকে ১০০ গুণ বেশি। বর্তমানে পরিশেকর্মী হিসেবে গােটা দেশে কাজ করা জুহির আবেদনের শুনানির আর্জি গ্রহণ করেছে দিল্লি হাইকোর্ট।

সােমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশংকরে বেঞ্চে মামলাটি ওঠে আগামী ২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে আরটিআই এর উল্লেখ করে বলা হয়েছে, ২ জি, ৩ জি, ৪ জি কীভাবে মানবদেহে প্রাণীদেহে, কীটপতঙ্গের দেহে প্রভাব পড়ে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও তথ্য নেই। এই তথ্যকেই সম্বল করে দিল্লি আদালতে শুনানি শুরু হচ্ছে ২ মে থেকে।