যুবিকার অন্তবর্তী জামিন মঞ্জুর

সোশ্যাল মিডিয়া পোস্টে তপশিলী জাতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে তপশিলী জাতি উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

Written by SNS Mumbai | October 20, 2021 6:32 pm

যুবিকা (Photo: SNS)

বলি অভিনেত্রী যুবিকা চৌধুরীকে অন্তবর্তী জামিন মঞ্জুর করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে তপশিলী জাতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে তপশিলী জাতি উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

তার আইনজীবী জানিয়েছেন, ‘অভিনেত্রী কোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তপশিলী জাতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাকে অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে’।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যুবিকা চৌধুরীর পোস্টটি ভাইরাল হওয়ায় পর হৈ চৈ শুরু হলে তিনি টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছেন।

তিনি বলেছেন, ‘পোস্টে যে শব্দটির ব্যবহার নিয়ে হৈ চৈ শুরু হয়েছে, তার সঠিক মানে আমি জানি না। আমি কাউকে আঘাত করতে চাইনি। কখনোও হবে না। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি সকলকে ভালোবাসি’।