• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

আইফা ২০২৪: সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাখরুখ-রানি, দাপট অ্যানিম্যালের

হেমা মালিনী, রেখা, সুপারস্টার শাহরুখ খান, রানি মুখার্জি, অনিল কাপুর, ববি দেওল, ভিকি কৌশল, শাহিদ কাপুররা আইফার রেড কার্পেটে ঝড় তোলেন। 

আবু ধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস ২০২৪-এর দ্বিতীয় দিনে হাজির ছিলেন একাধিক তারকা। হেমা মালিনী, রেখা, সুপারস্টার শাহরুখ খান, রানি মুখার্জি, অনিল কাপুর, ববি দেওল, ভিকি কৌশল, শাহিদ কাপুর এবং কৃতি শ্যাননরা রেড কার্পেটে ঝড় তোলেন। 

এদিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন শাহরুখ খান, যিনি কেবল অনুষ্ঠানটি সঞ্চালনাই করেননি, দর্শকদের মাতিয়ে রাখার কাজও করেন। শাহরুখ, ভিকি কৌশল এবং করণ জোহর শাহরুখের হিট গান ‘ঝুমে জো পাঠান’-এর তালে মঞ্চ মাতান। 

বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের ঘোষণার সময় দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছয়। নীচে আইফা ২০২৪-এ জনপ্রিয় বিভাগগুলিতে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেওয়া হল:

১. সেরা চলচ্চিত্র

ভূষণ কুমার, কৃষাণ কুমার, প্রণয় রেড্ডি বঙ্গ – অ্যানিম্যাল

২. পরিচালনা

বিধু বিনোদ চোপড়া- টুয়েলভ ফেল

৩. মূল চরিত্রে সেরা পারফরম্যান্স (মহিলা)

রানি মুখার্জি- মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে

৪. মূল চরিত্রে সেরা পারফরম্যান্স (পুরুষ)

শাহরুখ খান-জওয়ান

৫. পার্শ্ব চরিত্রে অভিনয় (নারী)

শাবানা আজমি – রকি অউর রানি কি প্রেম কাহানি

৬. পার্শ্ব চরিত্রে অভিনয় (পুরুষ)

অনিল কাপুর- অ্যানিম্যাল

৭. নেগেটিভ চরিত্রে অভিনয়

ববি দেওল-অ্যানিম্যাল

৮. সঙ্গীত পরিচালনা

প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়স পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর- অ্যানিম্যাল

৯. প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)

ভূপিন্দর বাব্বল – অর্জন ভাইলি : অ্যানিম্যাল

১০. প্লেব্যাক সিঙ্গার (মহিলা)

শিল্পা রাও – চলেয়া : জওয়ান

তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্রের জন্য আইফা উৎসবমের মাধ্যমে ২৭ সেপ্টেম্বর তিন দিনের অনুষ্ঠানটি শুরু হয়। ২৯ সেপ্টেম্বর আইফা রকস দিয়ে শেষ হবে আইফা ২০২৪। হানি সিং, শিল্পা রাও এবং শঙ্কর-এহসান-লয়ের মতো শিল্পীরা দর্শকদের জন্য লাইভ পারফর্ম করবেন।