• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এনফিল্ড বেচে অক্সিজেন কনসেনট্রেটর কিনব: হর্ষবর্ধন রানে 

কোভিড রােগীদের মধ্যে মেডিকেল অক্সিজেনের চাহিদা রয়েছে। তাদের সাহায্য করতে এই মুহুর্তে অক্সিজেন কনসেনট্রেটর প্রয়ােজন।

হর্ষবর্ধন রানে (Photo: IANS)

দেশের মানুষের পাশে এবার বলি অভিনেতা হর্ষবর্ধন রানে। তিনি বলেন, কোভিড সংক্রমণ ফের দেশে কালাে ছায়া ফেলেছে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ সংক্রামিত হচ্ছেন। দেশে অক্সিজেনের চাহিদা ব্যাপক, কোভিড রােগীদের মধ্যে মেডিকেল অক্সিজেনের চাহিদা রয়েছে। তাদের সাহায্য করতে এই মুহুর্তে অক্সিজেন কনসেনট্রেটর প্রয়ােজন। আমি ওই অক্সিজেন কনসেনট্রেটর কেনার উদ্দেশ্যে নিজের মোটর সাইকেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। 

সনম তেরি কসম’র অভিনেতা বলেন, ‘কোভিড সংক্রামিতরা মেডিকেল অক্সিজেন ছাড়া বাঁচতে পারনে না। তাদের সাহায্য করার লক্ষ্যে অক্সিজেন কনসেনট্রেটর কিনব’। 

Advertisement

তিনি ইন্সটাগ্রামে নিজের রয়্যাল এনফিল্ড বাইক ও তার নিজের ছবি পােস্ট করেছেন। তিনি ছবি ক্যাপশনে লিখেছেন, কয়েকটা অক্সিজেন কনসেনট্রেটর দরকার। আমার মােটর সাইকেলটা দিয়ে দেব। আমরা ওই অক্সিজেন সিলিন্ডার কোভিড আক্রান্তদের দেব। হায়দ্রাবাদে কোথায় ভাল অক্সিজেন কনসেনট্রেটর পাওয়া যাবে আমাকে খুঁজতে সহায়তা করুন।’

Advertisement

Advertisement