• facebook
  • twitter
Friday, 13 December, 2024

হরেকৃষ্ণ জুয়েলার্স

নিমাই ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে, দেবযানী প্রােডাকশনের প্রযােজনায় এবং জয়ন্ত উপাধ্যায়-এর নির্দেশনায় কলকাতায় সম্প্রতি শুরু হল নতুন বাংলা কাহিনিচিত্র 'হরেকৃষ্ণ জুলেয়ার্স'।

হরেকৃষ্ণ জুয়েলার্স-এর শুটিং-এ কৌশিক সেন

নিমাই ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে, দেবযানী প্রােডাকশনের প্রযােজনায় এবং জয়ন্ত উপাধ্যায়-এর নির্দেশনায় কলকাতায় সম্প্রতি শুরু হল নতুন বাংলা কাহিনিচিত্র ‘হরেকৃষ্ণ জুলেয়ার্স’।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সােনার দোকান ও তার মালিক। এই দোকানের মালিক হরিপ্রসন্নবাবু। প্রতিদিন তাঁর দোকানে সমাজের বিভিন্ন শ্রেণির, বিভিন্ন ধরনের মানুষ আসেন সােনা কিনতে। ব্যবসার সঙ্গে সঙ্গে সেই সব ক্রেতাদের সুখ-দুঃখের সঙ্গেও নিজেকে জড়িয়ে নেন হরিপ্রসন্নবাবু। তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নিতে তিনি ভালােইবাসেন। এবং এর থেকেই গল্পে আসে নতুন মােড়। যা দেখতে অবশ্যই চলচ্চিত্রটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

এই চলচ্চিত্রটিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন, রজতাভ দত্ত, চুমকী চৌধুরী, তুলিকা বসু, পৃথা ব্যানার্জি, সােমা চক্রবর্তী, অনামিকা সাহা, নবাগতা দেবিকা সেনগুপ্ত এবং অন্যান্যরা।

চিত্রনাট্য রচনা করেছেন শক্তিপদ রাজগুরু এবং জয়ন্ত উপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রয়েছেন কিশাের চ্যাটার্জি। ডি.ও.পি-র দায়িত্বে রয়েছেন প্রদীপ দাস।