• facebook
  • twitter
Friday, 26 December, 2025

টেকনিশিয়ানদের স্বীকৃতি দিতে ‘ফেডারেশন উৎকর্ষ সম্মান’

সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে টেকনিশিয়ানস স্টুডিওতে প্রথমবার আয়োজন করা হল 'ফেডারেশন উৎকর্ষ সম্মান'-এর।

নিজস্ব চিত্র

দেবযানী লাহা ঘোষ

সিরিয়াল হোক বা সিনেমা, আসলে এক সম্মিলিত শিল্প। অনেক শিল্পী একত্রিত হয়ে তৈরি হয় এই শিল্প। কিন্তু হাজার অনুষ্ঠান-পার্বণে মুষ্টিমেয় কিছু বিভাগ পরিচিতি পেলেও বাকি কলাকুশলীরা থেকে যান অনুচ্চারিত। সেই সমস্ত অনুচ্চারিত শিল্পসৈনিকদের স্বীকৃতি দিল ফেডারেশন। সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে টেকনিশিয়ানস স্টুডিওতে প্রথমবার আয়োজন করা হল ‘ফেডারেশন উৎকর্ষ সম্মান’-এর। নেপথ্যের কারিগরদের মুখে হাসি ফুটল অবশেষে।

Advertisement

পুরস্কার পেলেন যাঁরা:

Advertisement

সেরা পরিচালক
সিরিয়াল: সুমন দাস (কথা)
চলচ্চিত্র: নন্দিতা রায় – শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)

সেরা সহকারী পরিচালক
সিরিয়াল: অর্ণব মল্লিক (নিমফুলের মধু)
চলচ্চিত্র: পিনাকী মজুমদার (পদাতিক)

সেরা লেখক
সিরিয়াল: যতীন্দ্রনাথ হাজরা (হরগৌরী পাইস হোটেল)
ওটিটি: পদ্মনাভ দাশগুপ্ত (পুরোপুরি একেন)

সেরা সম্পাদক
সিরিয়াল: অমিতাভ বাগচী (রাঙ্গামতি তীরন্দাজ)
চলচ্চিত্র: অর্ঘকমল মিত্র (চালচিত্র এখন)

সেরা সিনেমাটোগ্রাফার
সিরিয়াল: সংকল্প দাশগুপ্ত (পরিণীতা)
চলচ্চিত্র: রম্যদীপ সাহা (বাদামী হায়নার কবলে)

সেরা স্থির চিত্রগ্রাহক
সিরিয়াল: শিবনাথ কর্মকার (হরগৌরী পাইস হোটেল)
ওটিটি: দেবাঞ্জন নাথ (পুরোপুরি একেন)

সেরা মেকআপ আর্টিস্ট
সিরিয়াল: সোমনাথ রক্ষিত (জগদ্ধাত্রী)
চলচ্চিত্র: পাপিয়া চন্দ (বহুরূপী)

সেরা কেশবিন্যাস শিল্পী
সিরিয়াল: বেবি খাতুন (নিমফুলের মধু)
চলচ্চিত্র: বীনা নাথ (খাদান)

সেরা আর্ট সেটিং
সিরিয়াল: মনোজ শর্মা (ফুলকি)
চলচ্চিত্র: শান্তি দাস (পদাতিক)

সেরা সহকারী শিল্প নির্দেশক
সিরিয়াল: তপন নন্দী (নিমফুলের মধু)
চলচ্চিত্র: অভিজিৎ নাহা (পদাতিক)

সেরা প্রোডাকশন ম্যানেজার
সিরিয়াল: কিশোর সাউ (হরগৌরী পাইস হোটেল)
চলচ্চিত্র: বীরেশ্বর দেবশর্মা (অযোগ্য)

সেরা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট
সিরিয়াল: দীপক সরকার ও টিম (আকাশ কুসুম)
চলচ্চিত্র: বিদ্যুৎ বর্মন ও টিম (খাদান)

সেরা পোশাক পরিচ্ছদ শিল্পী
সিরিয়াল: বাপি অধিকারী (অনুরাগের ছোঁয়া)
চলচ্চিত্র: শশাঙ্ক জানা (বাদামী হায়নার কবলে)

সেরা সহকারী শব্দগ্রাহক
সিরিয়াল: অভিজিৎ সাহা (কথা)
ওটিটি: বিমল দাস (পুরোপুরি একেন)

সেরা বাদ্যযন্ত্রী
সিরিয়াল: সুফল লোধ (সারেগামাপা)
বিশেষ সম্মাননা: সমীর খাসনবিস

সেরা স্টান্টম্যান
সিরিয়াল: বনিশ চ্যাটার্জী (জগদ্ধাত্রী)
চলচ্চিত্র: মোহন দাস (খাদান)

সেরা ক্যামেরা কেয়ারটেকার
সিরিয়াল: রণজিৎ দাস (ফুলকি)
চলচ্চিত্র: সুরজিৎ নস্কর (খাদান)

সেরা লাইট কেয়ারটেকার
সিরিয়াল: রাজা লস্কর
চলচ্চিত্র: গোপাল মল্লিক

সেরা ক্যাটওয়াক
সিরিয়াল: দীপক দাস (গীতা এলএলবি)
চলচ্চিত্র: নিলিমেষ মন্ডল (খাদান)

সেরা ট্রলি সেটিং
সিরিয়াল: বিনোদ মন্ডল (গীতা এলএলবি)
ওটিটি: সঞ্জয় সোনার (অ্যাডভোকেট অচিন্ত্য আইচ)

সেরা ইলেকট্রিসিয়ান
সিরিয়াল: রাজা মন্ডল ও বিশ্বজিৎ সাহা (পরিণীতা)
ওটিটি: অভিজিৎ দাস (পুরোপুরি একেন)

সেরা জেন, ভ্যান, রস্টাম, গ্রিপস্ অ্যাসোসিয়েশন
সুশান্ত কর্মকার
মৃত্যুঞ্জয় দে
বিশেষ সম্মাননা

সেরা নৃত্য পরিচালক
অগ্নিবান গাঙ্গুলী
কৈলাশ শর্মা
বিশেষ সম্মাননা

সেরা সহশিল্পী
সুব্রত দত্ত
পুতুল মন্ডল
বিশেষ সম্মাননা

কলকাতা সিনে অ্যান্ড টিভি ফ্রিল্যান্স ড্রাইভারস’ ইউনিয়ন
নারায়ণ দাস
কিশোর মিত্র
বিশেষ সম্মাননা

স্পেশাল জুরি পুরস্কার
শিমুল মন্ডল (সারেগামাপা)

Advertisement