• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

‘ওনাকে দেখে আমি মন্ত্রমুগ্ধ’, জাহ্নবীর লুক রিক্রিয়েট করে বললেন মালবিকা

অভিনেত্রী জাহ্নবী কাপুরের লুকস রিক্রিয়েট করলেন মালবিকা ব্যানার্জি। সম্প্রতি লালড্রেস পরা জাহ্নবীর বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই জাহ্নবীর মতো লুকসে ফটোসেশন করার সিদ্ধান্ত নেন মালবিকা। লাল ড্রেসে মোহময়ী লাগছে মালবিকাকে।

অভিনেত্রী জাহ্নবী কাপুরের লুকস রিক্রিয়েট করলেন মালবিকা ব্যানার্জি। সম্প্রতি লালড্রেস পরা জাহ্নবীর বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই জাহ্নবীর মতো লুকসে ফটোসেশন করার সিদ্ধান্ত নেন মালবিকা। লাল ড্রেসে মোহময়ী লাগছে মালবিকাকে।

জাহ্নবী কাপুরের লুক রিক্রিয়েট করতে গিয়ে মালবিকা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জাহ্নবী কাপুরের চেহারা দেখে সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম।

বলিউডে এখন চেনা নাম মালবিকা ব্যানার্জি। নজরকাড়া স্টাইল স্টেটমেন্টের জন্য তাঁর জুড়ি মেলা ভার। সেই মালবিকাই এবার জাহ্নবী কাপুরের আইকনিক লাল বডিকন পোশাক থেকে অনুপ্রেরণা নিলেন।

মালবিকার শেয়ার করা ছবিগুলো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জাহ্নবীর পোশাকের সাথে সাদৃশ্য থাকলেও, মালবিকার অনন্য স্টাইলিং স্টেটমেন্টের দরুণ এই সমস্ত ছবি সত্যিই প্রশংসার দাবি রাখে।

মালবিকা তার প্রপ হিসাবে জেবিএল স্পিকার, আইফোন ব্যবহার করেছিলেন, তার মেকআপ এবং হেয়ারডো সম্পর্কেও কিছু কথা বলইয়ে হয়। সাইড পার্টিশন স্টাইলে চুল, ভেজা চুল আর তার সাহসী মেকআপ, সবকিছুই একে অপরের পরিপূরক।

মালবিকা সংবাদমাধ্যমকে বলেন, জাহ্নবী কাপুরের চেহারা দেখে সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখনই তা রিক্রিয়েট করার সিদ্ধান্ত নিই। আমি ওনার স্টাইল আমার মতো করে রিক্রিয়েট করেছি। স্টাইলিশের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। ঠিক যেই লুক চাইছিলাম, উনি সেটাই দিতে পেরেছেন।

নিজের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মালবিকা। তাঁর কথায়, নিজেকে এক অন্যরূপে আবিষ্কার করলাম। উনি ফ্যাশন কুইন, ওনার স্টাইল স্টেটমেন্ট আমাকে মুগ্ধ করে। আশা করছি দর্শকরা আমার রিক্রিয়েশন লুক পছন্দ করবেন।