• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

শহরে ইমনের ব্রডওয়ে মিউজিক্যাল ‘তোমাকে দেখব বলে’

গানে অভিনয়ে ইমন সহ তাঁর মিউজিক একাডেমির ছাত্র-ছাত্রীরা

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত ২২ ও ২৩ শে মার্চ কলকাতা শহরের বুকে প্রথমবার অনুষ্ঠিত হয়ে গেল এক অভিনব প্রযোজনা ‘বোরোলিন তোমাকে দেখব বলে’। পাওয়ার্ড বাই খুকুমণি অনুষ্ঠানটি হল নজরুল মঞ্চে সন্ধ্যে ৬টা থেকে। এটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল পাশ্চাত্য অপেরার আদলে – নাচে, গানে, অভিনয়ে ভরপুর করে। ইমন নিজেই নিজের গান গাইলেন আবার অভিনয়ও করলেন ।

এই অপেরাধর্মী মিউজিক্যালটি সাজানো হয়েছিল ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন দিয়ে। ইমন নিজেও এই গল্পের একটি চরিত্র, তিনিই গল্পের ক্যাটালিস্ট। চরিত্ররা কখনও কোরাসের হারমোনি গাইলেন, আবার চোখের পলকে তারাই জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করলেন। মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন – সবকিছু জুড়ে মঞ্চে একের পর এক ম্যাজিক তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ প্রযোজনাটির পরিচালনায় ছিলেন  নীলাঞ্জন ঘোষ। চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী।

Advertisement

ইমন সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীরাই প্রধান কলাকুশলী। বিশিষ্ট নৃত্যশিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগও ছিল। মুম্বই থেকে আগত সম্প্রীতি ঘটক অভিনয় নির্মাণ করেছেন। বিশেষ চরিত্রে এসেছেন অরুণাভ খাসনবিস। ইমন-এর ব্যান্ড টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন।

Advertisement

ইমন চক্রবর্তী জানান, ‘খুবই ইচ্ছা ছিল একটু অন্য ধরনের কাজ করি। তবে এই ভাবনাটা নীলাঞ্জনের মাথায় প্রথম আসে। আমরা বিদেশে দ্যা ফ্যান্টম অফ দ্যা অপেরা দেখেছিলাম। সেই থেকেই এই অপেরাধর্মী মিউজিক্যাল এর পরিকল্পনা মাথায় আসে।’ এই প্রযোজনার নির্দেশক নীলাঞ্জন ঘোষ বললেন, ‘বিদেশে ব্রডওয়ে একই প্রেক্ষাগৃহে অনেকদিন ধরে চলে। আমরা সেটা দু’দিন করেছি। ২২ মার্চ ও ২৩ মার্চ , নজরুল মঞ্চে।’

Advertisement