• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

মহিলা কেন্দ্রিক ছবি করতেই আগ্রহী বলি ডিভা রানি মুখার্জি

মহিলা কেন্দ্রীক ছবি করতেই আগ্রহী বলি ডিভা রানি মুখার্জি। তিনি বলেন, 'আমি চাই বিশ্বের মানুষ আমার কাজ থেকে বুঝতে পারবেন কেন আমি সিনেমা করছি’।

রানি মুখার্জি (Photo: IANS)

পুরুষকেন্দ্রিক ছবি নয়, মহিলা কেন্দ্রীক ছবি করতেই আগ্রহী বলি ডিভা রানি মুখার্জি। তিনি বলেন, ‘আমি চাই বিশ্বের মানুষ আমার কাজ থেকে বুঝতে পারবেন কেন আমি সিনেমা করছি’।

তিনি বলেন, ‘আমি বেশিরভাগ যে চরিত্রগুলােতে অভিনয় করেছি, সেই চরিত্রগুলােতে মূলত কঠিন, স্বাধীনতায় বিশ্বাসী মেয়েকে ফুটিয়ে তােলা হয়েছে, যারা নিজের হৃদয়ের কথা মতাে চলতে পারে। কোনও ভুল কাজ করে না।

Advertisement

তিনি বলেন, ‘ চলচ্চিত্র সমাজে গভীর প্রভাব ফেলে। পাশাপাশি, মেয়েদেরকে স্ক্রিনে ইতিবাচক চেহারায় দেখানাের চেষ্টা করা হচ্ছে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সিনেমার ক্ষমতা রয়েছে।

Advertisement

Advertisement