• facebook
  • twitter
Sunday, 22 June, 2025

মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পরিচালক পার্থ ঘোষ

৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে মুম্বইয়ের মাড আইল্যান্ডের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে মুম্বইয়ের মাড আইল্যান্ডের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত্যুর খবর সর্বপ্রথম নিশ্চিত করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর স্ত্রী গৌরী ঘোষ।

১৯৮৫ সালে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে প্রথম চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পার্থ ঘোষ। সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রতিভা ও কাজের জন্য বলিউডে ছাপ ছেড়ে গিয়েছেন তিনি। বিশেষ করে থ্রিলার ও ড্রামা সেকশনে তাঁর তুলনা কঠিন। ১৯৯১ সালে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘হান্ড্রেড ডেস’ মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছেন মাধুরি দিক্ষিত ও জ্যাকি শ্রফ। ১৯৯২ সালে পার্থ পরিচালিত ‘গীত’ ছবিটিও বেশ জনপ্রিয়তা পায়। ১৯৯৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দালাল’ ছবির পরিচালনা করেছিলেন পার্থ। এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ও ১৯৯৭ সালে ‘গুলাম এ মুস্তাফা’র মতো ছবির পরিচালনা করেছিলেন পার্থ। ‘অগ্নিসাক্ষী; ছবিটিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, নানা পটেকর। ‘গুলাম এ মুস্তাফা’তে অভিনয় করেছেন রবীনা টন্ডন, নানা পটেকর প্রমুখ। চলচ্চিত্রের পাশাপাশি ছোটো পর্দাতেও কাজ করেছেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি তিনি ‘হান্ড্রেড ডেজ’ ও ‘ অগ্নিসাক্ষী’ ছবির সিকুয়েল নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন।

গোটা ক্যারিয়ারে ১৫টিরও বেশি ছবি পরিচালনা করেছেন পার্থ। মাঝে অনেকটা বিরতির পর ২০১০ সালে ‘এক সেকেন্ড.. জো জিন্দেগি বদল দে’ ছবিটি পরিচালনার মাধ্যমে কামব্যাক করেছিলেন। ২০১৮ সালে ‘মৌসম ইকরার কে দোক পল প্যায়ার কে’ ছবির পরিচালনা করেছিলেন পার্থ। যদিও সেই ছবি বক্স অফিসে সেভাবে ছাপ রেখে যেতে পারেনি।

পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন পার্থ। বলেন, তাঁর একটু খোলা হাওয়ার প্রয়োজন। তাই তিনি মুম্বইয়ের বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। তারপরই তাঁর বুকে অস্বস্তি শুরু হয়। প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে আর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পার্থর। অভিনেত্রীর কথায়, ‘পার্থদা খুব শান্ত ও বিনয়ী মানুষ ছিলেন। একের পর এক সফল ছবি পরিচালনা করার পরও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। আদ্যন্ত মাটির মানুষ ছিলেন তিনি।’ উল্লেখ্য, পার্থ ঘোষের পরিচালনাতেই প্রথম হিন্দি ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৯৪ সালে ‘তিসরা কৌন’ হিন্দি ছবিতে প্রথম দেখা যায় তাঁকে।