হলিউড ওয়াক অফ ফেম-এর তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম। এইপ্রথম কোনও ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন। ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নামও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। বিশ্বের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম। গ্লোবাল স্টার হওয়ার স্বাক্ষর রাখলেন দীপিকা পাড়ুকোন।
বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে ভারতীয় নায়িকার নাম। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো।
২০১৭ সালে হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা। পাশ্চাত্যের আঙিনায় জনপ্রিয়তা লাভ করেছিলেন। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম তুলেছিলেন তিনি। তারপর থেকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে তাঁকে দেখা গিয়েছে। এবার মুটুকে নয়া পালক।