• facebook
  • twitter
Monday, 13 January, 2025

ষষ্ঠ বিবাহবার্ষিকী রণবীর-দীপিকার

বৃহস্পতিবার ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি দীপিকা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি দীপিকা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাই এবারের বিবাহবার্ষিকীর সেলিব্রেশন ছিল দ্বিগুন। কারণ এবার মেয়ের সঙ্গেই এই বিশেষ দিনের মুহূর্ত ভাগ করে নেবেন রণবীর–দীপিকা।ত

এই বিশেষ দিনে রণবীর ইনস্টাগ্রামে দীপিকাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। ছবিগুলির মধ্যে অনেক ছবিই আগে কোথাও দেখা যায়নি। প্রথমেই রণবীর বউয়ের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দীপিকাকে খুব জোরে হাসতে দেখা যাচ্ছে। এরপরের ছবিটি দীপিকার একটি সেলফি পিকচার। এই ছবিগুলির অ্যালবামে দীপিকার মাতৃত্বকালীন ফোটোশুটের একটি ছবিও রয়েছে। ক্যাপশনে রণবীর লেখেন, প্রতিদিনই ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে, কিন্তু আজকের দিনটা আসল। শুভ বিবাহবার্ষিকী জানিয়ে আরও একবার প্রেম নিবেদন করছেন রণবীর। আপাতত দুজনেই খুব খুশি মেয়েকে নিয়ে। নাম রেখেছেন দুয়া। ঈশ্বরের দানে অর্থাৎ দুয়াতে আনন্দে ভরে উঠুক পরিবার, এমনটাই প্রার্থনা করছেন অনুরাগীরা।