• facebook
  • twitter
Friday, 30 January, 2026

করণ ওবেরয়কে ফাঁসানাের অভিযােগে গ্রেফতার মহিলা

অভিনেতা এবং গায়ক করণ ওবেরয়কে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানাের অভিযােগে এক মহিলাকে সম্প্রতি গ্রেফতার করল পুলিশ।

করণ ওবেরয় (Photo: IANS)

অভিনেতা এবং গায়ক করণ ওবেরয়কে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানাের অভিvযােগে এক মহিলাকে সম্প্রতি গ্রেফতার করল পুলিশ।

গত মঙ্গলবার ধৃত ওই মহিলাকে আন্ধেরির নগর দায়রা আদালতে তােলা হয়। পুলিশ সূত্রে খবর, প্রথমে পেশায় জ্যোতিষী ওই মহিলা অভিনেতা ও গায়ক করণ ওবেরয়-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযােগ আনেন।

Advertisement

তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি করেন তিনি। তার অভিযােগের ভিত্তিতে করণকে ৬ মে গ্রেফতারও করা হয়েছিল। পরে ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকার বন্ডে জামিনে ছাড়া পান অভিনেতা।

Advertisement

পরে ওই মহিলা আবার অভিযােগ করেন যে, দুই যুবক তার উপর হামলা করেছে এই মামলা তুলে নেওয়ার জন্য। পুলিশ তাদের গ্রেফতার করলে আসল তথ্য উঠে আসে। এবং ওই যুবকদ্বয় পুলিশকে জানায় যে, পুরাে ঘটনাটাই ওই মহিলার সাজানাে। এই দুই যুবকের মধ্যে একজন মহিলার আইনজীবীর ভাই।

পরে অভিযােগকারি মহিলাও স্বীকার করে নেন সত্যিটা। আর তার পরেই করণ ওবেরয়কে মিথ্যা মামলায় ফাঁসানাের অভিযােগে ঐ মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement