অতনু রায়
২০২১ সালে একটি ছবি সারা ভারতকে দেখিয়ে দিয়েছিল পশুকে কেমনভাবে ভালবাসা উচিত। সেরা কন্নড় ছবির জাতীয় পুরস্কার জয়ী সেই ছবির নাম, ‘৭৭৭ চার্লি’। আজ জেন-জি ও জেন-আলফা সমাজে মানবিকতা বা পাশবিকতা শুধুমাত্র শব্দবন্ধেই সীমাবদ্ধ। রোজকার খবরের পাতায় চোখ রাখলে মানুষের পাশবিকতার বহু নিদর্শন পাই। পশুর ‘মানবিকতা’র উদাহরণও বড় কম নয়। পশুর থেকে ভালো বন্ধু মেলা ভার। কিন্তু সেই পশুদের কতটা মানবিকভাবে দেখে পৃথিবী? বেশিরভাগ ক্ষেত্রেই পশুপ্রেম সিনেমা শুরুর স্ট্যাটিউটরি ‘নো অ্যানিম্যালস্ ওয়্যার হার্মড’ বিবৃতিতেই সীমাবদ্ধ। তাহলে কি সব মানুষই পশুর সঙ্গে খারাপ ব্যবহার করেন? নিশ্চয়ই নয়। তবে তাঁরা স্বীকৃতি পান না।
Advertisement
যদিও তাঁরা এগুলো স্বীকৃতির জন্য করেনও না। কিন্তু কেউ ভালো করলে ওদেরও নিশ্চয়ই ভালো লাগে! অবলা না হলে ওরাও হয়ত বলত, ‘সো কাইন্ড অফ ইউ’! সেই কাজটাই প্রথমবারের জন্য করল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) এবং পিপল ফর অ্যানিম্যালস্ (পিএফএ)। পিএফএ ইন্ডিয়ার চেয়ারপার্সন মানেকা গান্ধী এবং এফএফআই সভাপতি ফিরদৌসুল হাসান কলকাতায় আয়োজন করলেন ‘সিনেকাইন্ড সম্মান সন্ধ্যা’।
Advertisement
অন্যরকমের এই পুরস্কার সন্ধ্যা হয়ে উঠেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক জগতের এক ঝাঁক তারকা। ফিরদৌসুল হাসানের উদ্যোগে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে সম্মান জানানো হয় মানেকা গান্ধীকে।
মানেকা বলেন, ‘সিনেমার সঙ্গে এই পুরস্কারকে মেশানোর কারণ হল, আমার মনে হয় সিনেমার ক্ষমতা রয়েছে একটা সমাজকে বদলে দেওয়ার। এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ।’
এফএফআই সভাপতি ফিরদৌসুল হাসান বলেন, ‘পৃথিবীতে এই ধরনের অ্যাওয়ার্ড একমাত্র হয় হলিউডে। মানেকা গান্ধীর মস্তিষ্কপ্রসূত এই পুরস্কার। পশুদের প্রতি ওঁর ভালোবাসা তো সর্বজনবিদিত। ওঁর উৎসাহেই আমরা প্রথমবারের জন্য এমন উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়িত করতে পারলাম। আমাদেরও মনে হয়েছে, যাঁরা ছবি, তথ্যচিত্র, লেখালেখি বা স্থিরচিত্র যেকোনো কিছুর মাধ্যমে পশুদের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলার চেষ্টা করে চলেছেন, তাঁদের সম্মান জানানো প্রয়োজন। তাই এরপর থেকে প্রত্যেক ‘ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে’ মানে ৪ অক্টোবর তারিখে এই পুরস্কার দেওয়া হবে।’
বিভিন্ন ক্যাটেগরিতে মোট দশটা পুরস্কার দেওয়া হয়। ড. হর্ষ আত্মাকুরি, মনীশ পারীক, অভিনেতা রূপালী গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী মোহিত চৌহান-সহ আরও অনেকে পুরস্কৃত হন।
Advertisement



