• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নো এন্ট্রি-২ তে অনিল, সলমন, ফরদিনকে না পেয়ে আক্ষেপ বনি কাপুরের

নো এন্ট্রি ২-র দেখা যাবে একদম নতুন কাস্ট। বনি কাপূর জানান, ‘আমরা প্রায় ৮-১০ বছর অপেক্ষা করেছি কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০০৫ সালের হিট ছবি নো এন্ট্রি। ২০১৯ সালে, পরিচালক বনি কাপুর এই ছবির সিক্যুয়েল ঘোষণা করেন। প্রযোজক বনি কাপূর চেয়েছিলেন পুরোনো কাস্টেই সিক্যুয়েল হবে। কিন্তু সময় বদলেছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, ছবির আসল ত্রয়ী সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খানের পরিবর্তে সিক্যুয়েলে অভিনয় করবেন বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর। আসল কাস্টকে ধরে রাখতে না পারা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বনি কাপূর।

নো এন্ট্রি ২-র দেখা যাবে একদম নতুন কাস্ট। বনি কাপূর জানান, ‘আমরা প্রায় ৮-১০ বছর অপেক্ষা করেছি কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। এটা আমার ব্যর্থতা যে আমরা মূল কাস্টদের ধরে রাখতে পারিনি। আমরা পুরো স্টারকাস্ট পরিবর্তন করেছি। আমরা তাঁদের মিস করব। এবং এখন আমরা তরুণ অভিনেতাদের সঙ্গে একটি নতুন এন্ট্রি দেওয়ার চেষ্টা করছি। তবে একই সঙ্গে আমরা সলমনকে মিস করব, অনিল ও ফারদিনকে মিস করব। নো এন্ট্রিতে ওরা ছিল আসল। আর ওরাই ছিল সবচেয়ে বেশি ভালোবাসার।’

Advertisement

তিনি আরও জানান, ‘আমি সুযোগ হারালাম। এখন সবসময় এই আক্ষেপ থাকবে যে মূল সেটআপটি নেই। কারণ সলমন দারুণ মানুষ, অনিল দারুণ মানুষ, আমার ভাই ও খুব ভালো অভিনেতা। ফারদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার দেখা অন্যতম সেরা ছেলে। ওদের মিস করব। তবে যেভাবেই হোক আমরা এগিয়ে গিয়েছি এবং আশা করি সিদ্ধান্তটি সঠিক হবে।’

Advertisement

আনিস বাজমি পরিচালিত এবং বনি কাপুর প্রযোজিত নো এন্ট্রি ছিল সলমন খান, অনিল কাপুর, ফারদিন খান, বিপাশা বসু, এশা দেওল, লারা দত্ত এবং সেলিনা জেটলি-কে নিয়ে তৈরি একটি বলিউড কমেডি ব্লকবাস্টার।
নো এন্ট্রি ২-ও বানাচ্ছেন আনিস বাজমি। তাঁর পরিচালিত এই সিক্যুয়েলে মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকে। নায়িকা কারা হবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, তামান্না ভাটিয়া এই ছবিতে অভিনয় করতে পারেন। এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ-এর কাজ করার কথা ছিল। শোনা যাচ্ছে, সময় না মেলায় তিনি এই ছবিতে থাকবেন না।

Advertisement