শাহরুখের জন্মদিন ভক্তদের জন্য খুশির খবর। অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ‘কিং’-এর টিজার। ২ নভেম্বর, শাহরুখের জন্মদিনেই এই ছবির টিজার প্রকাশ করা হবে বলে অনেকেই মনে করেছিলেন। এর আগে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে দু’জনের ম্যাজিক দেখেছিল দর্শক। এবার ফের সেই ম্যাজিক পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় তামাম ভক্তকূল। অন্যদিকে শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেলেও গত দু’বছর পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশার। তাই তাঁর নতুন ছবি নিয়ে স্বাভাবিক ভাবেই উত্তেজনার পারদ চড়ছে।
‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই ছবির মুক্তির জন্য দিন গুনছিল দর্শক। এই ছবিতে শাহরুখের একটি লুক নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে যায়। শুটিং ফ্লোর থেকে সেই ছবি ফাঁস হয় বলে খবর। শাহরুখের নতুন হেয়ারস্টাইলে মাত হয়ে যায় তাঁর অনুরাগীরা। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা।
Advertisement
রবিবার, ২ নভেম্বর ষাট বছরে পা দিলেন কিং খান। বাংলার মুখ্যমন্ত্রী ‘ভাই শাহরুখকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে অনুরাগী থেকে অভিনেতা ও অভিনেত্রীরাও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। মন্নতে মেরামতির কাজ চলায় শাহরুখ আপাতত আলিবাগেই থাকছেন। তবে ভক্তদের জন্য মন্নতে শাহরুখ কিছুক্ষণের জন্য আসবেন বলে খবর।
Advertisement
Advertisement



