• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

রাত ১২টা বাজার ঠিক এক মিনিট আগে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানান মমতা

আজ বলিউড বাদশা ‘কিং খান’-এর জন্মদিন। শাহরুখের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১২টা বাজার ঠিক এক মিনিট আগে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানান মমতা। এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে আরও সমৃদ্ধ করো।’

এদিকে শাহরুখের জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। বাদশা খানের জন্মদিনে অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীও তাঁদের প্রিয় শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বারের মতো এ বছরও দেশের নানা প্রান্ত থেকে অনুরাগীরা ‘মন্নত’-এ ভিড় জমিয়েছেন। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে এবং তাঁর একটু উষ্ণ সাক্ষাৎ পেতে মরিয়া ভক্তকূল। শনিবার রাত থেকে ‘মন্নত’-এর সামনে ভিড় উপচে পড়েছে। শুধু দেশের নানা প্রান্ত থেকে নয়, বিদেশ থেকেও শাহরুখের ভক্তরা শুভেচ্ছা জানাতে এসেছেন। তাঁদের আশা একটাই, জন্মদিনে শাহরুখের একটু সাক্ষাৎ পাওয়া।

Advertisement

তবে এবার তাতে একটু ছেদ পড়েছে।  মন্নতে মেরামতির কাজ চলছে। তাই আলিবাগেই আপাতত থাকছেন শাহরুখ খান। চেনা ছন্দে বারান্দা থেকে তাঁর সেই স্বকীয় ভঙ্গিমায় ঝারোখা দর্শন মিলবে না! কিন্তু তা কী হয়। দেশ এবং বিদেশ থেকে আসা ভক্তদের কী ফিরিয়ে দেবেন তিনি? জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা দেবেন না? শোনা যাচ্ছে, মন্নতে এই মুহূর্তে মেরামতির কাজ চললেও যে বারান্দা থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ সেখান থেকেই নাকি দেখা দেবেন তিনি।  শুধুমাত্র আজকের জন্যই। অন্যদিকে বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও নাকি ভক্তদের দর্শন দেবেন বলে খবর। তাঁর জন্মদিনে জমকালো আয়োজন করেছে মুম্বইয়ে শাহরুখের ফ্যানক্লাব।

Advertisement

 

Advertisement