দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জনপ্রিয় ছবি ‘জওয়ান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ রাজধানীর বিজ্ঞান ভবনে তাঁর হাতে সম্মাননা তুলে দেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বাণিজ্যিক ও সমালোচকদের প্রশংসিত ছবি উপহার দেওয়া সত্ত্বেও এটাই শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার। পুরস্কার হাতে নিয়ে ৫৯ বছর বয়সী এই অভিনেতা স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘এটি আমার জীবনের অবিস্মরণীয় মুহূর্ত। এই সম্মান আমি সারাজীবন ধরে রাখব।’
Advertisement
এদিন কালো স্যুটে সজ্জিত হয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে মঞ্চে ওঠেন শাহরুখ। তাঁর চোখে-মুখে ছিল দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের তৃপ্তি। সমালোচক এবং ভক্তরা বহু বছর ধরে প্রশ্ন তুলছিলেন, এত সাফল্য সত্ত্বেও কেন তাঁর ঝুলিতে জাতীয় স্বীকৃতি আসছে না। অবশেষে ২০২৩ সালের সর্বাধিক আয় করা ছবিগুলির একটি ‘জওয়ান’ সেই শূন্যস্থান পূরণ করল।
Advertisement
এবারের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ অভিনেত্রী রানী মুখার্জীও প্রথমবারের মতো সম্মানিত হলেন। ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ ছবিতে তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য তাঁকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। প্রায় ৩০ বছরের অভিনয় জীবনের পর এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগতভাবে বিশেষ অর্জন।
তবে শাহরুখ একা নন—শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তিনি ভাগ করে নিয়েছেন বিক্রান্ত মাসির সঙ্গে। মাসি ‘টুয়েল্ফথ ফেল’-এর জন্য সমানভাবে এই সম্মান অর্জন করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা আয়োজিত এই আসরে এ বছর ফিচার বিভাগে ৩৩২টি, নন-ফিচারে ১১৫টি, বইয়ে ২৭টি এবং সমালোচনায় ১৬টি এন্ট্রি প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছিল ১ আগস্ট, ২০২৫-এ।
শাহরুখ খানের প্রথম জাতীয় পুরস্কার তাঁর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাস্তাঘাট—সব জায়গায়ই চলছে উদযাপন। ‘জওয়ান’ এবং এই স্বীকৃতি মিলিয়ে বলিউডে এক নতুন মাইলফলক সৃষ্টি করলেন কিং খান।
Advertisement



