• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

হলিউডের ছবিতে শাহরুখ পুত্র আরিয়ান

অভিনয়ে পা রাখতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে সেটা বলিউড নয় হলিউডের। কোন ছবিতে দেখা যেতে পারে আরিয়ান খানকে।

আরিয়ান খান (Photo: Instagram/@iamsrk)

অভিনয়ে পা রাখতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে সেটা বলিউড নয় হলিউডের। কোন ছবিতে দেখা যেতে পারে আরিয়ান খানকে। একটি বিশেষ সুত্রের খবর হলিউডের কোনও সুপার হিরো জনারের ছবিতে দেখা যেতে পারে আরিয়ান খানকে।

রুশো ব্রাদার্স-এর পরিচালনায় মার্ভেল সিরিজের কোনও ছবিতে আরিয়ান অভিনয় করতে পারেন বলে খবর। যদিও এবিষয়ে স্পষ্ট করে কোনও কিছু জানানাে হয়নি। তবে আরিয়ান নাকি হলিউডের ছবিতে অভিনয় করতে বিশেষভাবে ইচ্ছুক। যদিও কিছুদিন আগে শাহরুখ জানিয়েছিলেন যে, আরিয়ান অভিনয় নয়, পরিচালনার কাজে আসতে চান।

Advertisement

তাঁর ক্যামেরার সামনে দাড়ানাের কোনও ইচ্ছা নেই। এও শােনা যাচ্ছিল যে, তিনি নাকি করণ জোহারের সহকারি হিসেবে কাজ করবে। তবে এখন মনে হচ্ছে, তিনি বাবার পদাঙ্গই আনুসরণ করতে চলেছেন। যদিও এ বিষয়ে শাহরুখ বা আরিয়ান কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

Advertisement

Advertisement