বিয়ের বয়স কি তবে মাত্র কয়েক মাস? মধু-চন্দ্রিমার গন্ধও এখনও ফুরোয়নি। এরি মধ্যে শোনা যেতে শুরু করেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সম্পর্কে ফাটল ধরেছে। গোটা বলিউড জুড়ে এখন এই গুজবই উড়ছে। শোনা গিয়েছে, একে অপরের সঙ্গে খুশি নন বলেই বিচ্ছেদের কথা ভাবছেন নিক ও প্রিয়াঙ্কা।
একটি পত্রিকার খবর অনুযায়ী ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা এবং ছাব্বিশ বছরের গায়ক নিক জোনাস যত দ্রূত একে অপরের প্রেমে পড়েছিলেন তত দ্রুত তাঁরা একে অপরকে চিনতে শুরু করেছেন। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা একসঙ্গে কাজ করা, পার্টি করা, সময় কাটানো নিয়ে ঝামেলা করেন ,তীব্র অশান্তির মধ্যে নাকি কাটছে দুজনের জীবন।
Advertisement
Advertisement
Advertisement



