• facebook
  • twitter
Monday, 16 September, 2024

প্রিয়াঙ্কা পেলেন আরও এক তকমা

এশিয়ান সেক্সিয়েস্ট ওম্যানের পর আরও এক পালক জুড়ল প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের টুপিতে। এবার প্রথম ভারতীয় অভিনেত্রী রূপে প্রিয়াঙ্কা লিঙ্কডিনের ২৫ তম প্রভাবশালীর জায়গায় নিজের নাম তুললেন। সেই হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার বিল গেটসের সঙ্গে এক তালিকায় নাম জুড়ল পিগি চপসের। প্রিয়াঙ্কা এই খেতাবের সঙ্গে বলেছেন, ‘আমি কখনোই এমন কেউ হতে চাইনি যা

প্রিয়াঙ্কা পেলেন আরও এক তকমা

এশিয়ান সেক্সিয়েস্ট ওম্যানের পর আরও এক পালক জুড়ল প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের টুপিতে। এবার প্রথম ভারতীয় অভিনেত্রী রূপে প্রিয়াঙ্কা

লিঙ্কডিনের ২৫ তম প্রভাবশালীর জায়গায় নিজের নাম তুললেন। সেই হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার বিল গেটসের সঙ্গে এক তালিকায় নাম জুড়ল পিগি চপসের।

প্রিয়াঙ্কা এই খেতাবের সঙ্গে বলেছেন, ‘আমি কখনোই এমন কেউ হতে চাইনি যা তালিকায় নাম থাকা নিয়ে চিন্তা ভাবনা করব। তবে কিছু অসাধারন মানুষের সঙ্গে নিজের নাম থাকলে বেশ ভালই লাগে। আমি ভালো সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখি। বিশ্বে একজনের সঙ্গে একজনের এইভাবেই যোগাযোগ বাড়ে। এটা ভেবেও ভালো লাগে যে, তারাও আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায়’।

এই প্রথম কোনও ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর নাম এই তালিকায় উঠল। লিঙ্কডিনের মোস্ট সার্চড ও ট্রেন্ডিংয়ে নাম রয়েছে কোয়ান্টিকো অভিনেত্রীর। তাই তাঁকে ২৫ তম প্রভাবশালীর তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও টাইম ম্যাগাজিনের ১০০ জনের মধ্যে নাম ছিল পিগি চপসের।