অঞ্জন চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও ‘খুঁজে যায় মনে’ এবং ‘নীরবতা’ প্রকাশিত হল

Written by SNS December 8, 2022 4:14 pm

নিজস্ব প্রতিনিধি- সঙ্গীত প্রযোজক এবং সুরকার অঞ্জন চক্রবর্তী মঙ্গলবার ‘খুঁজে যায় মনে’ এবং ‘নীরবতা’ শিরোনামের দুটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানগুলি তাঁর পিতা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী এবং মা চন্দনা চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করেছেন। যাঁরা এদিনের মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়াও পণ্ডিত কুশল দাস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত জ্যোতি গোহো, পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তন্ময় বোস, দ্য ভায়োলিন ব্রাদার্স – দেব শঙ্কর রায় এবং জ্যোতিশঙ্কর রায়, পণ্ডিত সুগত নাগ সহ ভারতীয় সঙ্গীত শিল্পের আলোকিত ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, দুর্বাদল চট্টোপাধ্যায় এবং কোহিনূর মুখোপাধ্যায়। ‘খুঁজে যায় মনে’ গানটি একজন মহিলার জীবনযাত্রা ব্যাখ্যা করে, সে কীভাবে তাঁর জন্ম থেকে তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত অতিক্রম করে। একজন নারীর স্বাধীনতার সর্বোচ্চ তাগিদ, তাঁর আন্তরিক আকাঙ্ক্ষা এবং তাঁর নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা চিত্রিত করে। বাল্যকাল থেকে সে ধীরে ধীরে পরিপক্কতা অর্জন করে এবং তাঁর উপর অবিরাম প্রত্যাশা এবং সীমানা আরোপ করায় তাঁর ইচ্ছা বেশিরভাগ অপূর্ণ থেকে যায়। এটি মাতৃত্বের পবিত্রতা এবং তাঁর প্রিয়জনদের কল্যাণের জন্য তাঁর নিজের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে উৎসর্গ করার জন্য একজন মহিলার সহজাত দৃঢ়তাকেও তুলে ধরে। সঙ্গীত হল শব্দ এবং নীরবতার সংমিশ্রণ। প্রতিটি সঙ্গীতশিল্পী তাদের গভীর এবং আত্মাপূর্ণ সংযোগ বহন করে। সুরেলা ‘নীরবতা’ একজন শিল্পীর অব্যক্ত অনুভূতি এবং অভিজ্ঞতাকে কণ্ঠ দেয়। এদিন অঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের জানালেন, ”আমার রচনাগুলি ‘খুঁজে যায় মনে’ এবং ‘নিরোবতা’ আমার নায়কদের কাছে, আমার শ্রদ্ধেয় পিতা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী এবং আমার অনুপ্রেরণা চন্দনা চক্রবর্তী আমার মার জন্য সমর্পিত। এই প্রথম স্বাধীন বাংলা মিউজিক ভিডিও যেখানে আমার বাবা-মা দুজনকেই দেখা যাচ্ছে। ট্র্যাকগুলি পৃথকভাবে পিতৃত্বের প্রাণময় কাহিনী প্রকাশ করবে। আমার বাবার ৭০ তম জন্মবার্ষিকীর শুভ উপলক্ষ্যে, এটি আমার বাবা-মায়ের সঙ্গীতের পাশাপাশি আমার নিজের জীবনের অমূল্য এবং স্থায়ী অবদানের প্রতি আমার শ্রদ্ধা”। একজন প্রখ্যাত গায়ক এবং শ্রুতিনন্দনের সিনিয়র শিক্ষক কৌশিক গোস্বামী ‘খুঁজে যায় মনে’ গানটি লিখেছেন। সরোদ বাদক প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় গানটি সাজিয়েছেন এবং মিক্সিং করেছেন অঞ্জন চক্রবর্তী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন গৌরব গুপ্তা ও তিয়াশা ভট্টাচার্য। ‘নীরবতা’-এর জন্য, প্রশংসিত গায়ক এবং পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর সিনিয়র ছাত্র অনল চট্টোপাধ্যায় হৃদয়-ছোঁয়া লাইনগুলি লিখেছেন। এই গানটি মিশ্রিত ও আয়ত্ত করেছেন কোহিনুর মুখোপাধ্যায়, মিক্সিং করেছেন রাকা মুখোপাধ্যায়। জ্যোতি শঙ্কর রায়ের মেয়ে রূপসা রায় এবং দেব শঙ্কর রায়ের ছেলে রোহন রায় (দ্য ভায়োলিন ব্রাদার্স খ্যাত) যথাক্রমে ‘নীরবতা’-তে পিয়ানো এবং বেহালা বাজিয়েছেন। সেতার বাজিয়েছেন পণ্ডিত কুশল দাসের ছেলে কল্যাণজিৎ দাস, সরোদ বাজিয়েছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের ছেলে ইন্দ্রযুধ মজুমদার, অন্যদিকে পণ্ডিত জ্যোতি গোহোর ছেলে সৌরভ গোহো, পণ্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়ের ছেলে অর্ক বন্দোপাধ্যায় ও রোহন বোস। পণ্ডিত দেবজ্যোতি বসু তবলায় সঙ্গত দিয়েছেন। পণ্ডিত তন্ময় বোসের ছেলে শিলাদিত্য বোস ‘নীরবতা’ ভিডিওটির জন্য ইলেকট্রনিক ড্রামস বাজিয়েছেন। গিটার বাজিয়েছেন রাঘব চট্টোপাধ্যায়ের কন্যা আহেরী চট্টোপাধ্যায় এবং আনন্দী চট্টোপাধ্যায়। রাজা চৌধুরী ‘খুঁজে যায় মনে’র পাশাপাশি ‘নীরবতা’-তে গিটার ও বেসের প্রাণবন্ত সুর সেট করেছেন।