• facebook
  • twitter
Monday, 15 December, 2025

বাবার মৃত্যুদিনে আবেগঘন পােস্ট ঐশ্বর্যার

মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যাও মালায় ঢাকা বাবার ছবি শেয়ার করে ঐশ্বর্য লেখেন-সারা জীবন এভাবেই ভালােবাসি তােমায়।তুমি এবং আমরা সারা জীবনের জন্য।

ঐশ্বর্যা (Photo: SNS)

বাবা নেই চার বছর। বাবার মৃত্যুদিনে আবেগতাড়িত হয়ে পড়লেন ঐশ্বর্য রাই বচচন। বাড়িতে ছােট পুজোর আয়ােজন করলেন তিনি। সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যাও মালায় ঢাকা বাবার ছবি শেয়ার করে ঐশ্বর্য লেখেন-সারা জীবন এভাবেই ভালােবাসি তােমায়। তুমি এবং আমরা … সারা জীবনের জন্য। এমনকী তার পরেও।

ঐশ্বর্যার পােস্ট করা দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে মা এবং মেয়ের সঙ্গে বাবার ছবির সামনে বসে আছেন তিনি। ঐশ্বর্যকে সমবেদনা জানিয়েছেন তার ভক্তরাও। কেউ কেউ শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতাও।

Advertisement

২০১৭ সালে মরা যান ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ রাই। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে তার। কিন্তু ক্যান্সারকে হারাতে পারেননি। যদিও ঐশ্বর্যর ওই দুঃসময়ে পাশে ছিল বচ্চন পরিবার।

Advertisement

Advertisement