চলচ্চিত্র নির্মাণের পরে, আরিয়ান খান ব্যবসায় আত্মপ্রকাশ করতে প্রস্তুত

Written by SNS December 13, 2022 11:59 am

মুম্বই, ১৩ ডিসেম্বর-শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তঁর প্রথম ব্যবসায়িক উদ্যোগ শুরু করছেন শীঘ্রই। একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ডের সঙ্গে নানা পরিকল্পনা রয়েছে তাঁর। পরিচালক হিসাবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার কথা ঘোষণার কয়েকদিন পরে, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এখন ব্যবসায়িক জগতে তাঁর প্রথম প্রবেশের ঘোষণা করেছেন। ২৫ বছর বয়সী আরিয়ান তাঁর পার্টনারদের সঙ্গে একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন৷ এর জন্য তিনি এবং তাঁর অংশীদাররা বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিও করেছেন। গত সপ্তাহে ইনস্টাগ্রামে আরিয়ান ঘোষণা করেছিলেন যে তিনি তাঁর লেখা একটি সিরিজের পরিচালক এবং শোরানার হিসাবে বিনোদনে আত্মপ্রকাশ করবেন। এই ঘোষণায় বাবা শাহরুখ খান সহ সকল পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় তাঁকে। বাবার মতো আরিয়ানের অভিনয়ে কোনো আগ্রহ নেই, একথা তিনি প্রায়ই বলেছেন। একটি রিপোর্ট অনুযায়ী আরিয়ান এবং তাঁর দুই অংশীদার বা পার্টনার বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভা- একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার এবং পরে ব্রাউন স্পিরিট বাজারে প্রসারিত করার পরিকল্পনা করছেন৷ এর জন্য তাঁরা স্ল্যাব ভেঞ্চারস নামে একটি কোম্পানি চালু করেছেন, যেটি বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম মদ্য প্রস্তুতকারী Anheuser-Busch InBev (AB InBev) এর স্থানীয় ব্রাঞ্চের সঙ্গে অংশীদারিত্ব করেছেন। তাঁর ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে আরিয়ান বলেছেন, ‘আমরা ভেবেছিলাম বর্তমান জায়গায় এক ধরনের শূন্যতা রয়েছে। যখন একটি শূন্যতা থাকে, তখন একটি সুযোগ থাকে এবং আমি মনে করি ব্যবসা হল সুযোগের অন্যতম বিষয়। চিন্তা ছিল উচ্চ মানের একটি তারুণ্যের বিঘ্নকারী দৃষ্টিভঙ্গি এবং শীতল নান্দনিকতাকে একত্রিত করা এবং এটিকে এক ছাদের নীচে নিয়ে আসা। তারসঙ্গে পরিপক্ক, বিচক্ষণ গ্রাহকদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে আবেদন করা।