বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের থানের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বেশ কিছুদিন ধরে থানের জুপিটর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার থানেতেই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।
অচ্যুত পোতদার অভিনয়ের আগে দীর্ঘ সময় ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত। পরবর্তীতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সেই পেশাগত অধ্যায় শেষে আশির দশকের শেষভাগে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।
Advertisement
চার দশকেরও বেশি সময়ের কেরিয়ারে হিন্দি ও মারাঠি মিলিয়ে প্রায় ১২৫টি চলচ্চিত্রে অভিনয় করেন অচ্যুত পোতদার। ‘থ্রি ইডিয়টস’-এ কড়া অধ্যাপকের চরিত্রে তাঁর সংলাপ ‘কহেনা ক্যায়া চাহতে হো?’ আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। পরিচালক বিধু বিনোদ চোপড়ার বহু ছবিতে নিয়মিত মুখ ছিলেন তিনি।
Advertisement
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে – ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘দাবাং ২’ এবং মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডের অন্দরে। সহকর্মী শিল্পী, পরিচালক ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন এই অভিনেতাকে। অভিনয় জগতের এক নিঃশব্দ, কিন্তু বলিষ্ঠ কণ্ঠের চিরবিদায়ে শোকস্তব্ধ চলচ্চিত্রমহল।
Advertisement



