ববি দেওল অভিনীত ‘এক বদনাম আশ্রম সিজন ৩-পার্ট ২’-এর টিজার অবশেষে উন্মোচন করা হল। এটি আরও তীব্র নাটকীয় মোড় এবং সাসপেন্স নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রযোজনা সংস্থা। টিজারটি এমন একটি দৃশ্যকে তুলে ধরেছে, যা ইঙ্গিত করে বিশ্বাসঘাতকতা, মিথ্যার জাল এবং প্রতারণার দিকে।
আশ্রম সিরিজটির আগের সিজনগুলি রীতিমতো সাড়া জাগিয়েছিল দর্শকদের মধ্যে। ওই ধর্মীয় সংস্থার অন্দরে নানা অনৈতিক ক্রিয়াকলাপ চলে। আর ভণ্ড বাবাজির কুকীর্তি তো আগেই ফাঁস হয়েছে এই সিরিজে।
গল্পের কেন্দ্রে থাকা পম্মি এবং গুরুজি ভোপার জটিল এবং একে অপরের সঙ্গে জড়িত চাঞ্চল্যকর নানা ঘটনায় এবারের পর্ব সাজানো হয়েছে। ‘দুনিয়া মে লোগো কো’ গানের ব্যবহার, সূক্ষ্মভাবে এক অপ্রত্যাশিত মোড় এবং বিশ্বাসঘাতকতার একটি জটিল জালের দিকে ইঙ্গিত করে।