• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

‘২৬ তম রং আড্ডা’-র আয়োজন

সম্প্রতি সুজাতা দেবী বিদ্যা মন্দিরে, লিটল থেস্পিয়ানের ‘২৬ তম রং আড্ডা’-র আয়োজন হয়। এই ‘রং আড্ডা’-র উদ্দেশ্য হল শিক্ষার্থীদের থিয়েটারের সঙ্গে যুক্ত করা।

সম্প্রতি সুজাতা দেবী বিদ্যা মন্দিরে, লিটল থেস্পিয়ানের ‘২৬ তম রং আড্ডা’-র আয়োজন হয়। এই ‘রং আড্ডা’-র উদ্দেশ্য হল শিক্ষার্থীদের থিয়েটারের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে থিয়েটার বোঝার পাশাপাশি, শিক্ষার্থীরা তাদের নিজস্ব নিবন্ধ এবং কাজের পর্যালোচনা লিখতেও শিখছে। এবারের অনুষ্ঠান ছিল শম্ভু মিত্র, জ্ঞানদেব অগ্নিহোত্রী, স্বদেশ দীপক এবং ব্রাত্য বসুর নাটক প্রসঙ্গে।

 ‘শম্ভু মিত্র, অউর নাট্যাভিনয়’ শীর্ষক একটি নিবন্ধ পাঠ, ‘জ্ঞানদেব অগ্নিহোত্রীকে নাটকোঁ মে সমকলীন রাজনীতি পরিদৃশ’ নিয়ে আলোচনা, স্বদেশ দীপকের নাটক ‘সবসে উদাস কবিতা’-  প্রভৃতি বিষয়ে প্রবন্ধ পরিবেশন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় ও খিদিরপুর কলেজের শিক্ষার্থীরা। 

‘ব্রাত্য বসু অউর মীরজাফর-কে সওয়াল’ শীর্ষক রচনাটিও পাঠ করা হয়। উল্লেখ্য, বাংলায় ব্রাত্য বসু রচিত ‘মীরজাফর’ নাটকটি লিটল থেস্পিয়ানের সভাপতি উমা ঝুনঝুনওয়ালা হিন্দিতে অনুবাদ করেছিলেন এবং সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক এসএম আজহার আলম এটি পরিচালনা করেছিলেন। এটি নতুন দিল্লির শ্রীরাম সেন্টার ফর পারফর্মিং আর্টস-এর জন্য তৈরি  করা হয়েছিল। ‘২৬ তম রং অড্ডা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক এসএম রশিদ এবং ড: রামশঙ্কর সিং।